Viral News: ‘আর কোনও দিন মা হতে পারব না?’, মিসক্যারেজের পর মানসিক যন্ত্রণায় শিল্পা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 30, 2022 | 5:23 PM

Shilpa Shetty Macaraeg: গর্ভেই সন্তান নষ্ট, আর কোনও দিন মা হতে পারবেন না, মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছিলেন শিল্পা।

Viral News: আর কোনও দিন মা হতে পারব না?, মিসক্যারেজের পর মানসিক যন্ত্রণায় শিল্পা

Follow Us

মা হওয়া, এক কথায় মোটেও সহজ নয়। এক নারীকে প্রতিটা পদে পদে তার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়। শরীর থাকতে হয় ফিট। তবে ফিটনেস প্রসঙ্গে যদি আসে শিল্পা শেট্টির নাম, তবে কোথাও গিয়ে যেন কোনও কিন্তুর জায়গা থাকে না। যে সেলেবের ফিটনেস ফান্ডা ফলো করে ভক্তমহল, যে সেলেবের ফিটনেসে নজর আট থেকে আশির তাঁর ফিটনেসের কারণে কোনও সমস্যা থাকবে এটা মেনে নেওয়ার হয়।

তবে তাঁর সঙ্গেও ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের পর প্রথম সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। দেড় বছরের মাথায় মিলেছিল সুসংবাদ। জানতে পেরেছিলেন তিনি মা হতে চলেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। কয়েকদিনের মধ্যে সেই সন্তানকে হারাতে হয়। মিসক্যারেজ, এই শব্দটা যে কতটা ভয়ানক, তা সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন। বুঝতে পারেন নিজের জায়গাটা বোধহয় তাঁর কাছে টলে গেল, শিল্পা শেট্টি সেই ভরানক মুহূর্তের কথা নিজেই একবার শিকার হয়ে নিয়েছিলেন। তিনি ভেবে ছিলেন আর কোনও দিন হয় তো মা হতে পারবেন না।

ভয়ে হাত পা কাঁপছিল শিল্পার। তাঁর কথায়, তিনি এত ফিট, তবে কেন তাঁর সঙ্গে এমনটা ঘটল! বারে বারে নিজেকে প্রশ্ন করেছিলেন তিনি। মানসিকভাবে বিপর্যন্ত হয়ে গিয়েছিলেন। যে সকল মহিলা এই ভয়ানক পরিস্থিতি দিয়ে যান, তাঁদের হয়ে মুখ খোলেন শিল্পা শেট্টি। বোঝান, ভয়ানক কিছু ভেবে ফেলাটা ভুল। কারণ কিছুটা বিরতির পরই আবারও তিনি মা হয়েছিলেন, আবারও সবটা ঠিক হয়ে গিয়েছিল। তাই সকলকে সান্তনা দিয়ে শিল্পা শেট্টি জানান, ভেঙে পড়া নয়। বরং এই সময়টা নিজের যত্ন নিয়ে মনকে শক্ত করার সময় মাত্র। সেই দিন আজও শিল্পার মনে জ্বল জ্বল করে, অথচ বর্তমানে তিনিই দুই সন্তানের মা।

আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?

আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার

আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা

Next Article