Ram Gopal Varma: সমকামী প্রেমে হল মালিকদের আপত্তি! শেষ মুহূর্তে থমকে গেল রাম গোপালের ‘ডেঞ্জারাস’
Ram Gopal Varma: টুইটারের মাধ্যমে রামগোপাল লেখেন, "সবাইকে দুঃখের সঙ্গে জানাচ্ছি। সিনেমা হল মালিকদের অসহযোগিতার জন্য আমায় সিনেমাটির মুক্তি স্থগিত করতে হচ্ছে। এই অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং অবশ্যই পরে একটি তারিখে মুক্তি করব ছবিটি।"
ছবির প্রচারে কলকাতা এসেছিলেন। ঘুরেছিলেন সারা দেশেই। কিন্তু শেষ মুহূর্তে থমকে গেল রামগোপালের ছবির মুক্তি। ছবির মুখ্য বিষয় ছিল এক সমকামী যুগলকে কেন্দ্র করে ক্রাইম থ্রিলার। রামগোপাল বর্মার দাবি, ছবির কনসেপ্টের জন্যই নাকি হল মালিকদের তরফে সহযোগিতা মেলেনি। এক টুইটের মাধ্যমে এ কথা জানান। জন্মদিনের ঠিক এক দিন আগে অর্থাৎ আগামী ৮ এপ্রিল ছবিটি মুক্তি কথা ছিল। কিন্তু তা এখন বিশ বাঁও জলে।
টুইটারের মাধ্যমে রামগোপাল লেখেন, “সবাইকে দুঃখের সঙ্গে জানাচ্ছি। সিনেমা হল মালিকদের অসহযোগিতার জন্য আমায় সিনেমাটির মুক্তি স্থগিত করতে হচ্ছে। এই অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং অবশ্যই পরে একটি তারিখে মুক্তি করব ছবিটি।” ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন য়না গঙ্গোপাধ্যায়, অপ্সরা রানি। দিন কয়েক আগেই টিভিনাইন বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রামগোপাল জানিয়েছিলেন, সেন্সর বোর্ডের তরফে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি ছবিটিকে। তিনি বলেছিলেন, “সেন্সর বোর্ডের সবসময় দু’টো জিনিসে সমস্যা। এক, থিম। দুই অডিয়ো ভিজুয়াল কাট। থিমের ক্ষেত্রে বলি, ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ নয়। তাই আমার ছবির থিমেও অসুবিধে ছিল না আর দ্বিতীয় ক্ষেত্রে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম সেন্সর বোর্ড দেরি করবে, ঝামেলা হবে। কিন্তু আমায় ভুল প্রমাণ করে দিয়েছেন তাঁরা।”
তবে সেন্সর বোর্ড আরজিভিকে ভুল প্রমাণ করলেও, ৩৭৭ ধারার প্রয়োগ ঘটলেও এখনও পর্যন্ত সমকামিতা যে ট্যাবু হয়েই রয়ে গিয়েছে তাই মনে করছেন রামগোপালের ভক্তরা। যদিও বিপরীত যুক্তিও রয়েছে। নেটিজেনদের একটা বড় অংশ অবশ্য মনে করছেন, টপিক নিয়ে সমস্যা নয়, গোটা সিনেমা জুড়ে যে ভাবে যৌন দৃশ্য দেখানো হয়েছে তাতেই আপত্তি জানিয়েছেন হল মালিকেরা।
I regret to inform that we are postponing the film KHATRA DANGEROUS due to non cooperation of many theatres due to its lesbian theme ..We will proceed in all ways to fight this injustice and come at a later date
— Ram Gopal Varma (@RGVzoomin) April 7, 2022
আরও পড়ুন- প্রেম ভাঙল জ্যাসমিন-গৌরবের, সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ নাকি ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় অভিনেতা!