Shahid Kapoor: এক বছরেই মধ্যেই বিয়ে ভাঙছিল শাহিদের, থাকতে চাননি মীরা

Shahid Kapoor: বিয়ের এক বছরের মধ্যেই শাহিদকে ছেড়ে দিতে চেয়েছিলেন স্ত্রী মীরাই। নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। না সাংসারিক অশান্তি নয়। এক ছবির জন্যই সব অশান্তির সূত্রপাত।

Shahid Kapoor: এক বছরেই মধ্যেই বিয়ে ভাঙছিল শাহিদের, থাকতে চাননি মীরা
শাহিদ-মীরা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 2:35 PM

বিয়ে ভাঙতে চলেছিল শাহিদ কাপুরের। বিয়ের এক বছরের মধ্যেই শাহিদকে ছেড়ে দিতে চেয়েছিলেন স্ত্রী মীরাই। নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। না সাংসারিক অশান্তি নয়। এক ছবির জন্যই সব অশান্তির সূত্রপাত। সেই ছবিতেই আবার অভিনয় করেছিলেন শাহিদ কাপুরের প্রাক্তন প্রেমিকা করিনা কাপুর। আন্দাজ করতে পারেন কোন ছবি? শাহিদ কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ অভিনীত উড়তা পঞ্জাব দেখেই নাকি শাহিদ কাপুরকে ছেড়ে দিতে চেয়েছিলেন মীরা। এ কথা পরবর্তীতে সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন শাহিদ।

কিন্তু কী কারণে? শাহিদ জানাচ্ছেন, বিয়ের এক বছর পর মুক্তি পেয়েছিল উড়তা পঞ্জাব। সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মুক্তির আগেই ছবিটি এডিটিং রুমে দেখাতে নিয়ে গিয়েছিলেন শাহিদ। মীরাও গিয়েছিলেন অতি উৎসাহে। হঠাৎই মধ্য বিরতির সময় শাহিদ দেখেন তাঁর পাশ থেকে স্ত্রী সরে গিয়েছেন অনেকটাই। প্রথমটায় কী হচ্ছে কিছুই বুঝতে পারেননি শাহিদ। কেন তাঁর থেকে তাঁর স্ত্রীর দূরত্ব এতটা বেড়ে গেল সে ব্যাপারে বেশ অবাকই হয়েছিলেন অভিনেতা।

শাহিদ জানাচ্ছেন স্ত্রীর কাছে কারণ জানতে চাইলে মীরা উড়তা পঞ্জাব ছবিতে শাহিদের চরিত্র ‘টমি সিং’কে দেখিয়ে বলেন, “তুমি কি এর মতো? এর মতো স্বভাব তোমার? আমি কিছুতেই তোমার সঙ্গে থাকতে পারব না।” বাড়ি থেকে দেখেশুনে বিয়ে হয়েছিল শাহিদ-মীরার। সে ভাবে আগে থেকে চেনাশোনাও ছিল না দুজনের। উপরন্তু ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না মীরার। বলিউডের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল শতহস্ত দূরে। তাই স্বামীকে অভিনয় করতে দেখে প্রথমটাই রিল আর রিয়েল খানিক গুলিয়ে ফেলেছিলেন মীরা। করে দিতে চেয়েছিলেন ডিভোর্স। পরে যদিও শাহিদ বোঝান তাঁকে। বোঝান স্ক্রিনে টমি সিং ওরকমটা হলেও বাস্তব জীবনে শাহিদ কাপুর মোটেও এমন নয়। নেশা, মাদক থেকে তাঁর অবস্থান বহু হস্ত দূরে।

আরও পড়ুন – স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে আদর করল মৃত অভিষেকের কন্যা