Social Media Trend: ‘শীতে কম্বল দিলেন, গরমে বিয়ার দিন’, ভক্তদের আবদারের মান রেখে বিচক্ষণ উত্তর সোনুর
Sonu Sood: শীতে কম্বল দিয়েছে, তাই গ্রীষ্মে বিয়ারের পাওয়ার আশায় সোনু সুদের ভক্ত, আবদার রাখতে কী বললেন সেলেব!
সরকার বা কোনও রাজনৈতিক নেটা নয়, এক সময় সাধারণ মানুষের মসিহা হয়ে দাঁড়িয়েছিলেন, সোনু সুদ। পর্দায় যে ভিলেন প্রতিটা পদে পদে অন্যায়ের পক্ষ নিয়েছেন, তিনি নাকি মানুষের চোখে রিয়েল লাইফ হিরো। করোনা পরিস্থিতি সামনে না এলে, ভক্তরা সোনু সুদকে হয় তো চিনতেই পারতেন না। কঠিন পরিস্থিতিতে সামান্য সাহায্যটুকুও অনেক, প্রতিটা সেলেব যেভাবে এগিয়ে এসেছিলেন, তা এক কথায় বলতে গেলে প্রশংসার দাবী রাখে। তবে সকলকে ছাপিয়ে গিয়ে যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন সোনু সুদ তা ভোলার নয়।
কোনও মা ফিরে পেয়েছে তাঁর কোলের সন্তানকে, কেউ আবার বাড়িতে পেয়েছে তাঁর দেওয়া সেলাই মেশিং, কেউ তাঁর নামে দোকান খুলেছে, কেউ আবার ভগবানের আসনে বসিয়ে পুজো করেছেন রাত দিন। করোনা কালে এভাবেি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন সোনু সুদ। যা চাওয়া যায় তাই যেন পলকে নিয়ে হাজির হচ্ছিলেন তিনি, সে ওষুধই হোক বা অক্সিজেন। সেই ছবি আজও ভোলেনি ভক্তরা। আর স্বভাব বশতই এবার সোনু সুদের দরদি মনের ওপর আস্থা রেখে এক ভক্ত চেয়ে বসলেন বিয়ার। লিখলেন ‘ঠাণ্ডা কম্বল দিয়েছেন, গরমে বিয়ার পান করান’…
बियर के साथ भुजिया चलेगा ? ? https://t.co/SX3rEtoYgL
— sonu sood (@SonuSood) April 6, 2022
যা চাই তাই যদি পাওয়া যা, তবে বিয়ার নয় কেন, মাথা ঠাণ্ডা রেখে এই সময় মজার আবদারকে কীভাবে সামলাতে হয় তিনি তার প্রমাণ আগেও দিয়েছেন, এবারও দিলেন। এড়িয়ে যাওয়া নয়, সপাট উত্তর দিলেন সেলেব- সঙ্গে একটু ভুজিয়াও পাঠাতে পারেন তিনি। আর এই পোস্ট মুহূর্তে নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল। মুহূর্তে লাইক কমেন্টে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া কমেন্ট দেখে আবারও সকলেই প্রশংসা করল সেলেবস্টারের। রেগে গিয়ে মেজাজ হারানো নয়, বা বিরক্ত হওয়া নয়, যে যেমন তার উত্তরও যে ঠিক তার মত করে দিতে হয়, তারই প্রমাণ আবারও দিলেন সোনু।
আরও পড়ুন- Viral News: টেলি-দুনিয়ার নয়া নাগিন তেজস্বী, প্রতি সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিগ বস স্টার
আরও পড়ুন- Bollywood Gossip: প্লাস্টিক সার্জারি কেবল গুজব, লুক পরবর্তীতে কোন সাফাই দিলেন বাণী
আরও পড়ুন- Salman Khan Dark Secrete: কয়েদি নম্বর ১০৬, এই পরিচয়েই জেলে রাত কাটিয়েছিলেন সলমন খান