Mithun Chakraborty: হাতে ৩৫ টা ছবি, তবুও নিজের ট্যালেন্টে নয়, ‘নসিব’-এই আস্থা রেখেছিলেন ডিস্কো ডান্সার
Thursday Throwback: ট্যালেন্ট হোক বা কাজের সুযোগ, শেষ কথা বলবে ভাগ্য, কেরিয়ারের শুরু থেকেই এমনটাই বিশ্বাস মিঠুন চক্রবর্তীর।
বি-টাউনে তখন নতুন ঝড়ের নাম মিঠুন চক্রবর্তী। একের পর এক বক্স অফিস হিট ছবি উপহার দিচ্ছেন তিনি। নতুন অভিনয়ের দাপট, নতুন জ্যঁরকে অস্ত্র করে ভক্তমনে ঝড় তুলেছিলেন তিনি। ছোট থেকেি ছিল নাচের ইচ্ছে, নাচের প্রতি টান, ভালবাসাই তাংকে করে তুলেছিল ডিস্কো ডান্সার। তবুও কোনওদিন নিজের গুণ নিয়ে বিন্দুমাত্র অহংকার করেননি তিনি। প্রতিটা পদে পদে বলতেন যা হচ্ছে, তা ভাগ্যের জন্যে, যা হবে তাও ভাগ্যের জন্যই। পুরোনো এক সাক্ষাৎকারে এই নিয়ে বারে বারে নিজের মত রেখেছেন মিঠুন চক্রবর্তী।
তখন তাঁর পাইপলাইনে মোটের ওপর ৩৫ টা ছবি, সংখ্যাটা শুনে অবাক বিপরীতে বসে থাকা ব্যক্তি। তিনি সাফ জানালেন, এক ভাল কাজ তাও নিজের গুণকে সাবাসি দেবেন না! সেদিন উত্তরে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, না, ভাগ্যের জোর না থাকলে কিছুই হয় না। ভাগ্যে ছিল বলেই তিনি ভাল কাজ করছেন, ভাগ্যের জন্যই তিনি এত কাজ পাচ্ছেন। সেই মুহূর্তে সকলেই মনে করতেন অমিতাভ বচ্চনের পরই জনপ্রিয় স্টার হতে চলেছেন মিঠুন চক্রবর্তী, শুনে একগাল হেঁসে সেদিন জানিয়েছিলেন সুপারস্টার, এটা সকলের ভালবাসা, তাঁর আলাদা করে এ প্রসঙ্গে কিছু বলার নেই।
প্রথমদিকে নিজের জায়গা বি-টাউনে করতে পারলেনও সেভাবে ছবির পসার জমছিল না, একটা সময়ের পর ঝড়ের গতীতে ভাল ছবির প্রস্তাব তাঁর কাছে আসতে শুরু করে, খুব কম কথা বলা মিঠুন চক্রবর্তী, সেদিন জানিয়েছিলেন, পাল্টাচ্ছে ছবির কাজ, পাল্টাচ্ছে ছবির ধরণ, পাল্টাচ্ছে ছবির গল্প, অ্যাকশন, ডান্স প্রেম সব কিছুর পাশাপাশি গল্পে জোর দেওয়া হচ্ছে। একসঙ্গে সেই সময় তিনি ৩৫টি ছবি সাইন করেছিলেন, প্রতিটা কাজ শেষ করার লক্ষ্যে বদ্ধপরিকরণ মিঠুন চক্রবর্তীর চোখে মুখে তখনও ছিল না অহংকারের বিন্দুমাত্র ছাপ, কেরিয়ারের শুরু লড়াইটা এভাবেি তিনি গ্রহণ করেছিলেন, আর অগাধ বিশ্বাস ও ভরসা রেখেছিলেন ভাগ্যের ওপর।
আরও পড়ুন- Viral News: টেলি-দুনিয়ার নয়া নাগিন তেজস্বী, প্রতি সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিগ বস স্টার
আরও পড়ুন- Bollywood Gossip: প্লাস্টিক সার্জারি কেবল গুজব, লুক পরবর্তীতে কোন সাফাই দিলেন বাণী
আরও পড়ুন- Salman Khan Dark Secrete: কয়েদি নম্বর ১০৬, এই পরিচয়েই জেলে রাত কাটিয়েছিলেন সলমন খান