Ranbir Kapoor: স্কুলের প্রিন্সিপালের কাছে কষিয়ে থাপ্পড় আজও কানে বাজে রণবীর কাপুরের
Ranbir Kapoor: কেবল স্কুলে নয়, সিনেমার সেটেও দুষ্টুমি করেন রণবীর। তাঁর সহ- অভিনেতারা সেই কথারই উল্লেখ করেছেন। রণবীর নাকি আনন্দে ভরিয়ে রাখেন সেট। এই মুহূর্তে তিনি 'রামায়ণ' ছবির প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর।
ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন বলি-অভিনেতা রণবীর কাপুর। সেই কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। পরীক্ষার হলে নকল করতেন উত্তর। যদিও সেই নকল করার জন্য কোনওদিনও ধরা পড়েননি রণবীর। তবে একবার এক বিচিত্র ধরনের দুষ্টুমির জন্য স্কুলের প্রিন্সিপালের কাছে খুব মার খেয়েছিলেন ঋষি কাপুরের পুত্র। কী হয়েছিল, রণবীর নিজেই জানিয়েছেন।
রণবীর বলেছেন, “আমি খুব ভালো নকল করতে পারতাম। সেই কারণে কোনদিনও ধরাও খাইনি। কিন্তু আমার মনে আছে, যখন ক্লাস সেভেন কিংবা এইটে পড়তাম, একবার হামাগুড়ি দিয়ে ক্লাসের বাইরে বেরিয়ে যেতে চেয়েছিলাম। তেমনটা করার সময় প্রিন্সিপালের সম্মুখীন হই। তিনি আমার সামনেই দাঁড়িয়ে ছিলেন। এবং জীবনের সবচেয়ে রাখার মতো পিটুনি খেয়েছিলাম সেইদিনই। এমন মার খেয়েছিলাম যে, সেই মারের আওয়াজ আজও আমার কানের মধ্যে বাজতে থাকে।”
কেবল স্কুলে নয়, সিনেমার সেটেও দুষ্টুমি করেন রণবীর। তাঁর সহ- অভিনেতারা সেই কথারই উল্লেখ করেছেন। রণবীর নাকি আনন্দে ভরিয়ে রাখেন সেট। এই মুহূর্তে তিনি ‘রামায়ণ’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। মর্যাদা পুরুষোত্তম রামের চরিত্রে অভিনয় করা তো চাট্টিখানি কথা নয়। তাই কিছু অভ্যাস ত্যাগ করতে হয়েছে রণবীরকে। আপাতত মদ্যপান, আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন অভিনেতা।