AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aryan Khan: অনুমতি নিয়ে তবে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন শাহরুখ?

Aryan Khan: রবিবার মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেরার গোটা সময় জুড়ে নাকি কেঁদে গিয়েছেন আরিয়ান।

Aryan Khan: অনুমতি নিয়ে তবে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন শাহরুখ?
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 1:53 PM
Share

বাবার নাম শাহরুখ খান। তিনি এতটাই ব্যস্ত থাকতেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য কখনও কখনও ছেলে আরিয়ান খানকেও নাকি অ্যাপয়নমেন্ট নিতে হত! ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর ছেলের সঙ্গে দেখা করার জন্য শাহরুখকেও এনসিবির অনুমতি নিয়ে হয়েছে। দিন কয়েক আগে মাদক মামলায় আরিয়ান গ্রেফতার হওয়ার পর এনসিবির অনুমতি নিয়ে অ্যাপয়নমেন্ট নিয়ে তবে নাকি ছেলের সঙ্গে লক আপে দেখা করার সুযোগ পেয়েছেন শাহরুখ।

শনিবার রাতে গোয়ার উদ্দেশে রওনা হওয়া এক প্রমোদতরীতে আচমকাই হানা দেয় এনসিবি। পার্টিতে মাদকসহ আটক হন আরিয়ান খান সহ ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ বেশ কয়েকজন। এনসিবি’র তরফে জানা যায়, ওই প্রমোদতরণীতে ধরা পড়ার সময় আরিয়ানের কাছে ১ লাখ ৩৩ হাজার টাকা ও ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল। নজরে আসে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটও। এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের চশমার বাক্স থেকে মাদক উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়।

রবিবার মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেরার গোটা সময় জুড়ে নাকি কেঁদে গিয়েছেন আরিয়ান। আরিয়ান নাকি নিজেই জানান, তাঁর মাদকে আসক্ত থাকার কথা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে থাকাকালীন মাদক নেওয়ার কথাও নাকি তিনি স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য করা হয়নি এনসিবি তরফে। মুখে কুলুপ এঁটেছেন খান পরিবারও।

কর্ডেলিয়া ক্রুজ নামক এক প্রমোদতরীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। হাজির ছিলেন আরিয়ানসহ ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি। শনিবার সূত্র মারফত খবর পেয়ে ওই প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখানেই তাঁকে দীর্ঘক্ষণ জেরা করে এনসিবি। পরে বিকেলে বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেফতার করা হয়। তবে একা আরিয়ান খানই নন, গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সন্তানরাও। এরমধ্যে দিল্লির এক বিখ্যাত ব্যবসায়ীর কন্যারাও রয়েছেন বলে জানা গিয়েছে। আরবাজ মারচেন্ট, মুনমুন ধামেচা, নুপুর সারিকা, ইসমাত সিং, মোহাক জয়সওয়াল, বিক্রান্ত ছোকর ও গোমিত চোপড়া নামক আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলেরই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

এই মামলার শুনানির শুরুতে যদিও এনসিবি-র পক্ষ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আরিয়ানদের রিমান্ডে চাওয়া হয়েছিল। এনসিবি-র কৌঁসুলি এএসজি সিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগ থাকার ইঙ্গিত তাঁরা পেয়েছেন। আরিয়ান খান বেশ সাংকেতিক নাম ব্যবহার করে মাদকের টাকা মেটানোর বিষয়ে চ্যাটের মাধ্যমে এনসিবি হদিশ পেয়েছে বলে সিবিআই আইনজীবী বলেন আদালতকে। সতীশ মানশিন্ডে আদালতে পাল্টা বলেন, “কোনও মাদকই আমাদের (আরিয়ান) কাছে পাওয়া যায়নি। বাকিদের কাছে থেকে বেশি পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে আমার মক্কেলের কোনও সম্পর্ক নেই।” আরিয়ান বিদেশে থাকাকালীনও ড্রাগের নেশা করতেন, এনসিবির এই দাবিও নস্যাৎ করেন তাঁর আইনজীবী।

আরও পড়ুন, Tanushree Bhattacharya: আমি আনন্দে থাকলে ও বুঝতে পারছে বোধহয়, বেশি নড়ছে: তনুশ্রী ভট্টাচার্য