দু’মাস পর খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছে কুন্দ্রা পরিবার। সোমবার বিকেলে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি মামলায় মূল ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করে তাঁকে। ছাড়া পেয়ে নিজের কালো মার্সিডিজ়ে চেপে জুহুর বাড়িতে আসেন রাজ। তাঁকে সামলে নিয়ে আসেন দেহরক্ষী রবি।
একটি ভিডিয়োতে দেখা যায়, রাজের গাড়ির সামনে দিয়ে দৌড়ে যাচ্ছেন রাজ। প্যাপারাৎজ়ি ও জনতার ভিড় একাই ঠেলছেন তিনি, যাতে অসুবিধায় না পড়েন মালিক রাজ। মালিকের প্রতি তাঁর এই আনুগত্য নজর এড়ায়নি কারওরই। রবির কাজের প্রতি সততা বাহবা কুড়িয়েছে নেটিজ়েনদের।
ভিডিয়োটি শেয়ার করেছেন এক প্য়াপারাৎজ়ি। শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল। ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেটিজ়েনরা বাহবা দিতে থাকেন তাঁকে। একজন বলেন, “একেই বলে আনুগত্য। আজকের দুনিয়ায় এরকম মানুষ পাওয়া মুশকিল। যে যে-কোনও পরিস্থিতিতে আপনার পাশেই থাকবে।”
অন্য একজন লিখেছেন, “এরকম কর্মী পাওয়া ভাগ্যের ব্যাপার।” আর একজন নেটিজ়েন লিখেছেন, “আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। দেখছি কীভাবে একজন তাঁর কাজকে পয়সার চেয়েও বেশি প্রাধান্য দিচ্ছেন।”
যিনি এই ভিডিয়োটি শেয়ার করেছেন, তিনি এও বলেছেন, এটাই প্রথমবার নয়। রবি আগেও মানুষের মন জয় করেছিলেন তাঁর কাজের মাধ্যমে। কিছু বছর আগে শিল্পা যখন তাঁর বাবাকে হারিয়েছিলেন রবি এরকমই আনুগত্য দেখিয়েছিলেন।
জুলাই মাসে মুম্বই থেকে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি ও আপলোড করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। ২০ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন রাজ।
আরও পড়ুন: Manali Abhimanyu: মানালি-অভিমন্যুর ‘বাড়ি ট্রান্সফার’ বিবাহবার্ষিকী!
আরও পড়ুন: KBC 13: চেয়েছিলেন ক্রিকেটার হতে, হয়েছেন শিক্ষক, যুবকের মনের ইচ্ছে পূর্ণ করলেন অমিতাভ
আরও পড়ুন: Sanak: প্রকাশ্যে ফার্স্টলুক, বিদ্যুতের সঙ্গে রুক্মিণীর প্রথম হিন্দি ছবি মুক্তি পাচ্ছে ওটিটিতে