Sonakshi Sinha: সলমনে সঙ্গে ‘বিয়ের ছবি’ ভাইরাল হতেই তড়িঘড়ি মুখ খুললেন সোনাক্ষী!
Sonakshi Sinha: কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এক ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায় বরের বেশে সলমন আর পাশে বিয়ের পোশাকে সোনাক্ষী।
মুখ খুললেন সোনাক্ষী সিনহা। সলমনের খানের সঙ্গে তাঁর ‘বিয়ের ছবি’ ভাইরাল হওয়ার দিন কয়েকের মধ্যেই অবশেষে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। প্রতিক্রিয়া নয় বলা ভাল খানিক রেগেই গেলেন তিনি। সলমন ও তাঁর ‘দুবাই’তে হওয়া বিয়ে নিয়ে যে বা যারা প্রশ্ন তুলেছে তাদের জন্য সোনাক্ষীর পাল্টা প্রশ্ন, ‘তোমরা কি ডাম্ব (বোকা)…’?
ঠিক কী হয়েছে? কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এক ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায় বরের বেশে সলমন আর পাশে বিয়ের পোশাকে সোনাক্ষী। অভিনেত্রীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন ভাইজান। দুজনের মুখেই চওড়া হাসি। এরপরেই রটতে থাকে দুবাইয়ে নাকি খুব গোপনে বিয়ে সেরেছেন সোনাক্ষী। রটতে থাকে আরও নানা কথাও। যদিও ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে ছবিটি ভুয়ো। ফোটোশপ করে তৈরি করা হয়েছে। কিন্তু নেট জনতাকে বোঝানো দায়। ব্যাপক হারে শেয়ার হতে থাকে ওই ছবি।
ব্যাপার ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই তড়িঘড়ি এ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী। যে বা যারা সত্যিই ভেবে নিয়েছেন যে সোনাক্ষী আর সলমন বিয়ে করে ফেলেছেন তাঁদের উদ্দেশে দাবাং অভিনেত্রী বলেন, “তোমরা কি এতটাই বোকা যে একটি আসল ছবি একটি মরফ (বিকৃত) করা ছবির পার্থক্যও বুঝতে পার না!” যদিও ভাইজান এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। প্রকাশ্যে আসেনি তাঁর কোনও বক্তব্যই।
প্রসঙ্গত, বিগত বেশ কিছু ধরেই নোটবুক অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল বলিপাড়া। যদিও এ নিয়ে মুখ খুলেছিলেন সোনাক্ষী নিজেই। বলেছিলেন, “জাহির আমার প্রিয় বন্ধু। এই সব খবরে আমাদের হাসিই পায়। ওর প্রথম ছবি নোটবুকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ও খুব ভাল অভিনেতাও।”
সম্প্রতি বলিউডে ১১ বছর পূর্ণ করেছেন সোনাক্ষী। সলমনের হাত ধরেই বলিউডে ডেবিউ হয় তাঁর। তাঁর প্রথম ছবি ‘দাবাং’-এ সলমনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। বলিউডে তাঁকে লঞ্চ করেন ভাইজানই। তবে বিয়ে? না, সলমনকে সোনাক্ষী মেন্টরই ভাবেন।
আরও পড়ুন- Bappi Lahiri Death: বাপ্পির ইচ্ছেপূরণেই কলকাতায় বাপ্পা, গঙ্গাগর্ভে বিলীন গায়কের শেষ চিহ্নটুকুও
আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র্যাগিং’ করেছিলেন মেঘাকে?
আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?