Joynagar: কেবল লাইনের তারের জন্য জ্যেঠিমাকে কুপিয়ে খুন, ১১ বছর পর যাবজ্জীবন হল যুবকের

Joynagar: অবশেষে বৃহস্পতিবার সেই খুনের ঘটনায় বারইপুরে ফাস্ট ট্রাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার মূল অভিযুক্ত সাহেব সর্দারকে আজীবন সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে ৫০০০ টাকাও জরিমানা করেছেন। একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত বাকি ৪ সদস্যকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

Joynagar: কেবল লাইনের তারের জন্য জ্যেঠিমাকে কুপিয়ে খুন, ১১ বছর পর যাবজ্জীবন হল যুবকের
খুনের দায়ে যুবকের যাবজ্জীবনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2024 | 5:28 PM

দক্ষিণ ২৪ পরগনা:  জয়নগরে জেঠিমাকে কুপিয়ে খুন করার অভিযোগে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বারইপুর ফার্স্ট ট্রাক আদালতের বিচারক। ঘটনাটা ২০১৩ সালের। বাড়িতে কেবল লাইনের তার নিয়ে আসাকে কেন্দ্র করে বচসার জেরে ২০১৩ সালের ১৪ অগস্ট রাত আটটার সময় আচমকাই জেঠিমা প্রমিলা সর্দারকে ধারালো দা দিয়ে কোপানোর অভিযোগ ওঠে দেওর হারাধন সর্দারের ছেলে সাহেব সর্দারের বিরুদ্ধে। ওই দিনই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মৃত্যু হয় প্রমিলা। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাহেব সর্দার সহ ও তার বাবা,মা,বোন ও দাদার নামেও অভিযোগ দায়ের করা হয়।

অবশেষে বৃহস্পতিবার সেই খুনের ঘটনায় বারইপুরে ফাস্ট ট্রাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার মূল অভিযুক্ত সাহেব সর্দারকে আজীবন সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে ৫০০০ টাকাও জরিমানা করেছেন। একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত বাকি ৪ সদস্যকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

বুধবারই আদালতে বিচারক দোষী সাব্যস্ত করেছিল সাহেব সর্দারকে। বৃহস্পতিবারের এই রায় ঘোষনায় খুশি মৃতের পরিবার। সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ নস্কর জানিয়েছেন ১৪ জন সাক্ষীর সাক্ষ্যদানের মাধ্যমেই মৃতের পরিবারকে ন্যায়বিচার দেওয়া সম্ভব হয়েছে।