Cake Recipe: কমলালেবু টক! তা হলে সহজেই বানিয়ে ফেলুন কেক, রইল রেসিপি

Orange Flavor Cake: শীতকালে বাজারে ভর্তি কমলালেবু। বাড়িতে তা কিনে আনার পর যদি দেখেন সেটা স্বাদে টক। তা হলে কী করবেন? দাম দিয়ে জিনিস কেনার পর সেটা নষ্ট হোক, এমনটা কেউ চায় না। তাই রইল সহজ উপায়ে কমলালেবুর কেক বানানোর রেসিপি।

Cake Recipe: কমলালেবু টক! তা হলে সহজেই বানিয়ে ফেলুন কেক, রইল রেসিপি
Cake Recipe: বাজার থেকে কেনা কমলালেবু খেতে টক? ফেলে না দিয়ে সহজে এই উপায়ে বানান কেকImage Credit source: freepik
Follow Us:
| Updated on: Dec 19, 2024 | 5:59 PM

শীতকালে অনেক বাড়িতে নিয়মিত আসে নানা ফল। তার মধ্যে কমলালেবু অন্যতম। বাজার থেকে টাকা খরচ করে কমলালেবু (Orange) কিনে আনার পর তা যদি টক বেরোয়, তা হলে কেমন লাগে? বিরক্ত হওয়াটা স্বাভাবিক। স্বাদে টক হলে কমলালেবু খাওয়া যায় না। বিরক্ত হয়ে টক কমলালেবু ফেলে না দিয়ে সহজে কেক (Cake) বানিয়ে নিতে পারেন। রইল রেসিপি।

কমলালেবুর কেক খেতে বেশ সুস্বাদু। এটি বানানোও বেশ সহজ। নিম্নে এটি বানানোর সহজ পদ্ধতি বর্ণনা করা হল—

উপকরণ:

  • ময়দা – ১ কাপ
  • চিনি – ১ কাপ (গুঁড়ো)
  • ডিম – ৩ টি
  • কমলালেবুর রস – ১/২ কাপ
  • কমলালেবুর জেস্ট (খোসা কুচি) – ১ টেবিল চামচ
  • বেকিং পাউডার – ১ চা চামচ
  • বেকিং সোডা – ১/২ চা চামচ
  • মাখন বা তেল – ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ (ইচ্ছে হলে)

কী ভাবে বানাবেন কমলালেবুর কেক?

১. প্রথমে, মাইক্রোওয়েভ ওভেন ১৮০° সেলসিয়াসে প্রি-হিট করুন। একটি কেকের পাত্রে তেল বা মাখন লাগিয়ে নিন এবং সামান্য ময়দা ছিটিয়ে দিন।

২. একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা মিশিয়ে নিন।

৩. অন্য এক পাত্রে ডিম এবং চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিন যতক্ষণ না মিশ্রণটি হালকা এবং ফোমযুক্ত হচ্ছে।

৪. ডিমের ওই মিশ্রণে কমলালেবুর রস, জেস্ট, মাখন বা তেল এবং ভ্যানিলা এসেন্স (যদি ব্যবহার করেন) মিশিয়ে নিন।

৫. এ বার শুকনো উপকরণ (ময়দার মিশ্রণ) ধীরে ধীরে অল্প পরিমাণ করে ডিমের মিশ্রণে মেশান। খেয়াল রাখবেন যাতে কোনো লাম্প না থাকে।

৬. এ বার এই মিশ্রণটি কেকের পাত্রে ঢেলে দিন।

৭. প্রি-হিটেড ওভেনে ৩৫-৪০ মিনিটের জন্য বেক করুন। এ ছাড়াও যেভাবে বুঝবেন কেকটি ঠিক মতো বেকড হয়েছে কিনা। একটি টুথপিক কেকের মধ্যে ঢোকান। সেটি পরিষ্কার হয়ে বের হলে বুঝবেন কেক তৈরি।

৮. ওভেন থেকে বের করে কেকটি কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। তারপর সেই পাত্র থেকে বের করে স্লাইস করে পরিবেশন করুন।

উল্লেখ্য, যদি একটু চকোলেট ফ্লেভার এতে অ্যাড করতে চান, তা হলে ডার্ক চকোলেট গলিয়ে মিশ্রণে মেশাতে পারেন।