কথায় বলে বিয়ে, তারপরই সন্তান, এই দুই প্রশ্নের মাঝে একটা বয়সের পর যেন আটকে পড়তে হয় মেয়েদের। বিয়ের বয়স হওয়া মাত্রই প্রশ্ন, কবে বিয়ে! বিয়ে পর্ব মিটলেই জল্পনা, সন্তানের পরিকল্পনা কবে। এই নিয়ে নিজেি একাধিকবার সরব হয়েছিলেন সোনাম কাপুর। জানিয়ে ছিলেন, কেন এই প্রশ্নের উত্তর প্রকাশ্যে দিতে হবে। এটা ঢেকে রাখার বিষয় নয়, এমনটা ঘটলে সকলেই সঠিক সময় জানতে পারবে। কিন্তু কে কার কথা শোনে, সে ক্যাটরিনা হোক বা অনুষ্কা, সোনাম হোক বা আলিয়া, প্রশ্ন পিছু ছাড়ার নয়। তবে কয়েকবছর ঘুরতেই সুখবর শেয়ার করে নিলেন সোনাম কাপুর ও আনন্দ আহুজা। ঝড়ের গতীতে ভাইরাল হয়েছিল সেই পোস্ট।
তবে কেন এতটা বিরতি! এর উত্তর এবার নিজেই জানালেন সোনাম। বি-টাউনের সঙ্গে তাঁর খুব একটা সম্পর্ক বর্তমানে না থাকলেও ফ্যাশন দুনিয়ার সঙ্গে তাঁর নিত্য যোগাযোগ। তবে কী শরীর নষ্টের ভয়ে এই বিষয়টা থেকে দূরে ছিলেন সোনাম কাপুর! না, এমনটা নয়, বরং তিনি তাঁর স্বামীর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে চাইছিলেন। জীবনটা একটু উপভোগ করে নিয়ে তবেই তিনি চেয়েছিলেন, নতুন সদস্যকে পরিবারে আনতে। কারণ একটা সন্তান মানে একাধিক দায়িত্ব।
আর ঠিক সেই কারণেই বেশ কিছুটা বিরতিতে ছিলেন তিনি। বারে বারে সোশ্যাল মিডিয়ার পাতায় জায়গা করে নিয়েছে তাঁদের ঘুরে যাওয়ার ছবি, ফ্যামিলি টাইম কাটানোর ছবি, আনন্দের সঙ্গে তাঁর কেমিষ্ট্রি এক কথায় বলতে গেলে বেশ ঘনিষ্ঠ। এবার শুরু তাঁদের জীবনের নতুন অধ্যায়, কোথাও গিয়ে যেন এখন সোনাম পাক্কা গৃহিনী। অন্তঃসত্ত্বা লুকে ছবি শেয়ার করতেই তা হয়ে উঠল নেট দুনিয়ায় ভাইরাল। এবার নিজের ব্যক্তিগত জীবনের রহস্য ফাঁস করে সকলের নজর কাড়লেন তিনি। এখন অপেক্ষায় পরিবারের সকল সদস্য নতুন অতিথির।
আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার