তারা সুতারিয়া, বি-টাউনে পা রাখার পর থেকেই একের পর এক বড় প্রজেক্ট তাঁর হাতে আসলেও, কোথাও গিয়ে যেন বক্স অফিসে নিজের দাপট এখনও প্রমাণ করতে পারেননি। যার ফলে বি-টাউনে তাঁর পায়ের তলার মাটি এখনও শক্ত নয়। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এক একটি খবরের মাঝে, এবার সামনে এলো তারার গোপন প্রেমকাহিনী। না, কোনও গুজব নয়, দস্তুর মত প্রেম করছেন এই সেলেব।
বর্তমানে কাজ থেকে খানিক বিরতি নিয়ে মনের মানুষের সঙ্গে পাড়ি দিলেন মলদ্বীপ। সেলেবদের কাছে ভ্যাকশেন ট্রিপ মানেই মলদ্বীপ, আর তা তারার তালিকা থেকেও বাদ পড়ল না। প্রেমকি আদার জৈনের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় করলেন একাধিক ছবি পোস্ট। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া তারা সুতারিয়ার হট লুকেই বর্তমানে মুগ্ধ ভক্তমহল। সম্প্রতি হিরোপন্থি ছবির কাজ শেষ করেছেন তিনি। টাইগারের সঙ্গে প্রথম হাতেখড়ি, তারপর দ্বিতীয় ছবিতে জোট বাঁধলেন তিনি এই সেলেবস্টারের সঙ্গে। কাজের শেষে খানিক বিরতিতে এবার তিনি ভ্যাকেশন ট্রিপে। একদিকে যখন বন্ধু অনন্যার প্রেম ভাঙার খবর বর্তমান, ঠিক তেমনভাবেই উল্টো দিকে তারার জীবনে এখন রোম্যান্স ঝড়।
একের পর এক ছবি শেয়ার করে কমেন্ট বক্সে ঝড় তুলছেন এই সেলেব। সাদা নেকলাইন পোশাকে ছবি কখনও আবার সমুদ্র সৈকতে হাতে কাঁকড়া নিয়ে ছবি, ছুটি যে সে বেজায় উপভোগ করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এক একটি ক্লিকে বেশ অন্য মেজাজেই ধরা দিলেন তিনি। না, তবে প্রেমিকের ছবি সামনে আনলেন না তারা সুতারিয়া। আদার জৈনই সামনে থেকে কোনও ছবি শেয়ার করলেন না। তাঁর প্রোফাইলে মিলল কেবলই একটি পেছন থেকে তোলা ছবি, যে ফ্রেম তারার প্রোফাইলেও বর্তমান। আর তাতেই দুইয়ে দুইয়ে চার করে নিতে বিন্দুমাত্র দেরি হল না নেট দুনিয়ার।