Alia-Ranbir Wedding: আড়ম্বরহীন বিয়ে, রিসেপশন কবে! প্রশ্নের উত্তরে যা বললেন নিতু, তাতে অবাক নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 16, 2022 | 7:35 AM

Alia-Ranbir Reception: দুপুরে পাঞ্জাবি মতে বিয়ে, সন্ধেবেলাতেই স্যাম্পেইন, কেক কাটা ও পার্টি, সকলের সামনে নিতু কাপুর আসলে তাঁকে প্রশ্ন করা হয়, তবে রিসেপশন কবে! 

Alia-Ranbir Wedding: আড়ম্বরহীন বিয়ে, রিসেপশন কবে! প্রশ্নের উত্তরে যা বললেন নিতু, তাতে অবাক নেটপাড়া

Follow Us

টানা ৫ বছরের সম্পর্ক। আলিয়া ভাট বারে বারে ছোট থেকেই বলেছিলেন, তাঁর পছন্দের স্টার হলেন রণবীর কাপুর। মাত্র ১১ বছর বয়স, তখন থেকে ভাললাগা। জীবনে প্রেম নিয়ে একাধিক অধ্যায়ে বারে বারে নানা পুরুষের নাম জড়ালেও মনের কোণে ছিল তাঁর একটাই সুপারস্টার, হ্যাঁ, সুপারস্টারই বটে। নিজের মত করে ভালবাসার জায়গাটা ছোট বেলাতেই তৈরি করে নিয়েছিলেন আলিয়া ভাট। তাঁর কাছে রণবীর তখন সিনেমার পর্দায় হিরো। আর আলিয়াকে সেভাবে চেনে না কেউই। সেই থেকে গড়ে ওঠা ভাললাগার সম্পর্কের অবশেষ পরিণতি। কড়া টক্করে উপস্থিত ছিলেন ক্যাট, দীপিকাও, সকলকে ছাপিয়ে অবশেষে ভাগ্যের শিকে কেবল তাঁরই ছিঁড়েছিল।

ব্রহ্মাস্ত্রের সেট, প্রথম তাঁদের কাছাকাছি নিয়ে আসে, এরপর থেকে শুরু হয়ে যায় সম্পর্কের জল্পনা, বারে বারে খবর সামনে উঠে এলেও রণবীরের অতীতে নজর রেখে নেট দুনিয়া স্পষ্টই জানিয়ে দিয়েছিল, এই সম্পর্কও টিকবে না। কিন্তু বিয়ের আগেই কাপুর পরিবারে জায়গা করে নিয়েছিলেন এই সেলেব স্টার। যার ফলে আলাদা করে রাজকীয় বিয়ের অনুষ্ঠান নয়। বরং কেবল মাত্র সাধারণ রীতিনীতি পালন করতেই বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি। তবে আড়ম্বর থাকল না তেমনভাবে, যা সকলেরই নজরের কেন্দ্রে এলো। কয়েকজন সেলেব মহলের সঙ্গে পরিবারের সদস্য মিলেই বাস্তুতে হল চারহাত এক। দুপুরে পাঞ্জাবি মতে বিয়ে, সন্ধেবেলাতেই স্যাম্পেইন, কেক কাটা ও পার্টি, সকলের সামনে নিতু কাপুর আসলে তাঁকে প্রশ্ন করা হয়, তবে রিসেপশন কবে!

উত্তর যা মেলে তাতে অবাক নেটদুনিয়া। নিতু কাপুর এদিন সাফ জানিয়ে দিয়েছিলেন যে থাকছে না রিসেপশন পার্টি। যা অনুষ্ঠান হওয়ার হয়ে গিয়েছে, এবার যেন পাপরাজিৎরা নিশ্চিন্তে ঘুমতে পারেন। কেন এমন দুই স্টারের বিয়ে সারা হল এত নম নম করে, তার উত্তর বর্তমানে খুঁজে বেড়াচ্ছে নেট দুনিয়া। যদিও আগের খবর অনুযায়ী, ১৭ এপ্রিলই হওয়ার কথা রিসেপশন পার্টি।

আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার

আরও পড়ুন- Bollywood Controversy: বাবার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে পূজা, ২১ বছরের দিদির সঙ্গে মায়ের বিরোধ, আলিয়ার অন্দরমহলের কাহিনী

আরও পড়ুন-  Jersey: ‘ঘাম রক্ত চোখের জল ঝরিয়ে তৈরি জার্সি’, ঝুঁকি নিতে নারাজ শাহিদ কেজিএফ-২ কম্পিটিশন নিয়ে কী বললেন

Next Article