Tripti Dimri Video: ভিড়ের মাঝেও তৃপ্তির চোখে রণবীর, কয়েক সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হতেই…

Bollywood Gossip: রণবীর কাপুর, বলিউডে ক্যাসানোভা বলেই চর্চিত যিনি, তিনি এখন বিবাহিত। আলিয়া ভাটের বর। তাই তাঁকে নিয়ে খুব একটা শোরগোল না হলেও তৃপ্তিকে নিয়ে চর্চা তুঙ্গে। তৃপ্তির মনের কোণে রণবীর কাপুর কি তবে জায়গা করে নিলেন? সম্প্রতি এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।

Tripti Dimri Video: ভিড়ের মাঝেও তৃপ্তির চোখে রণবীর, কয়েক সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হতেই...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 12:41 PM

তৃপ্তি দিম্রি, অ্যানিম্যাল ছবি পলকে বদলে দিয়েছিল যে অভিনেত্রীর ভাগ্য। একটি ছোট্ট অংশেই বাজিমাত করেন তিনি। শত্রুপক্ষের দূত হয়ে রণবীরের বাড়িতে প্রবেশ। সেখান থেকেই রোম্যান্স, মিনিট ২০-২৫ পর্দায় দেখা যায় তাঁকে। কিন্তু রণবীরের সঙ্গে তাঁর রোম্যান্স, শয্য়াদৃশ্য যেভাবে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল, তা এক কথায় বলতে গেলে রাতারাতি ভাইরাল হয়ে যায়। রশ্মিকা মন্দানা ও রণবীর কাপুরের মধ্যে রোম্যান্স ছবি মুক্তির আগে পর্যন্ত চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। কিন্তু সেই জুটির চর্চা পলকে থিতিয়ে যায় তৃপ্তির অংশ প্রকাশ্যে আসার পর। তাঁর সঙ্গে রণবীরের রোম্যান্স অনেক বেশি মাত্রায় জনপ্রিয় হয়ে ওঠে। যদিও তৃপ্তি এই চরিত্রের জন্য পেয়েছিলেন একাধিক সাবধান বার্তা।

তবে রণবীর কাপুর, বলিউডে ক্যাসানোভা বলেই চর্চিত যিনি, তিনি এখন বিবাহিত। আলিয়া ভাটের বর। তাই তাঁকে নিয়ে খুব একটা শোরগোল না হলেও তৃপ্তিকে নিয়ে চর্চা তুঙ্গে। তৃপ্তির মনের কোণে রণবীর কাপুর কি তবে জায়গা করে নিলেন? সম্প্রতি এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। যেখানে রণবীর কাপুর সকলকে একসঙ্গে এক সারিতে দাঁড় করাতে ব্যস্ত। তিনি ছিলেন তৃপ্তির একেবারে সামনেই। আর তখনই ফ্রেমবন্দি হয়ে পড়ে তাঁদের সেই বিশেষ মুহূর্ত। তৃপ্তির চোখে তখন কেবলই রণবীর। যে ক্লিপিং ভাইরাল হলেও এই জুটিকে নিয়ে চর্চা তুঙ্গে ওঠে।

সকলেই তাঁদের নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। এবার সেই ভিডিয়ো নিয়ে মুখ খুললেন তৃপ্তি। জানালেন, সেই সময় রণবীর ব্যস্ত ছিলেন সকলকে এক সারিতে দাঁড় করাতে। কিন্তু রণবীর ছিলেন একেবারে আমার সামনে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর এই ভিডিয়োটি দেখে তাঁরা বাবা বুঝতে পেরেছিলেন যে তিনি কোনও কারণে চিন্তিত। তৃপ্তি জানতে চেয়েছিলেন কীভাবে তাঁর বাবা বুঝতে পারেন এই কথা, তিনি বলেন– তুমি হাত কচলাচ্ছিলে, সাধারণত নার্ভাস হলেই এমনটা করো,  তাই জানতে চাইলাম।