Rishi Kapoor-Ranbir Kapoor Insult: ঘর ভর্তি লোকের সামনে ছেলেকে চরম অপমান ঋষির, লজ্জায় লাল রণবীর সামলালেন মাকে
Rishi-Ranbir Bad Relationship: ছিল একটি সাংবাদিক সম্মেলন। সেই সম্মেলনে কাপুর পরিবার থেকে এসেছিলেন রণবীর কাপুর, তাঁর বাবা অভিনেতা ঋষি কাপুর (প্রয়াত) এবং মা অভিনেত্রী নিতু কাপুর। কিন্তু তাঁরা এক সঙ্গে সেই সম্মেলনে যাননি এবং তাই নিয়েই জমেছিল ঋষি কাপুরের মনে বিপুল রাগ। রাগের মাথায় স্থান-কাল-পাত্র ভুলেছিলেন ঋষি।
ছিল একটি সাংবাদিক সম্মেলন। সেই সম্মেলনে কাপুর পরিবার থেকে এসেছিলেন রণবীর কাপুর, তাঁর বাবা অভিনেতা ঋষি কাপুর (প্রয়াত) এবং মা অভিনেত্রী নিতু কাপুর। কিন্তু তাঁরা এক সঙ্গে সেই সম্মেলনে যাননি এবং তাই নিয়েই জমেছিল ঋষি কাপুরের মনে বিপুল রাগ। রাগের মাথায় স্থান-কাল-পাত্র ভুলেছিলেন ঋষি।
১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’ ছবিটি। সেই ছবিতে বাবা এবং ছেলের সম্পর্ককেই মূলত তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে এক সরল ‘বাবা ভক্ত’ ছেলের মনে কীভাবে তাঁর বাবার খারাপ ব্যবহার এবং অবহেলা প্রভাব ফেলেছিল। বিষয়টির সঙ্গে মিল আছে রণবীর কাপুরের নিজের জীবনেরও। বলি অন্দরে কান পাতলেই শোনা যায়, ছোটবেলা থেকে চূড়ান্ত অবহেলিত হয়ে বড় হয়েছিলেন রণবীর। বাবার ভালবাসা একেবারেই নাকি পাননি তিনি। বাবাই নাকি ছিলেন রণবীরের জীবনের ‘ভিলেন’। ঋষির ব্যক্তিজীবন ছিল নারী পরিবেষ্টিত। একাধিক মহিলার সঙ্গে মেলামেশা ছিল তাঁর। মা নিতু সেই কারণেই চোখের জল ফেলতে দেখতেন রণবীর।
বড় হওয়ার পর সম্পর্ক খানিক স্বাভাবিক হয়েছিল ঋষি-রণবীরের। কিন্তু তখন ছেলের সঙ্গে মতের অমিল হতে শুরু করেছিল তাঁর। তৎকালীন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘লিভ টুগেদার’ করেছিলেন রণবীর। কাপুরদের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বিষয়টি খুব আহত করেছিল ঋষিকে। তাই সেই সাংবাদিক সম্মেলনে গিয়ে একঘর লোকের সামনে রণবীরকে লজ্জা দিয়েছিলেন ঋষি। বলেছিলেন, “আমি এবং আমার ছেলে এখানে গলা মেলাচ্ছি ঠিকই, কিন্তু ভাববেন না, যে আমরা একই বাড়ি থেকে এসেছি। রণবীর আমাদের সঙ্গে এখন আর থাকে না। ও অন্য বাড়িতে থাকে। সেখান থেকে এসেছে।”
এমন একটি ‘স্কুপ’ ঋষি নিজেই তুলে দিয়েছিলেন সাংবাদিকদের হাতে এবং একেবারে অপ্রস্তুতে ফেলে দিয়েছিলেন পুত্র রণবীরকে। সংবাদমাধ্যমের সামনে বারবারই মুখ লুকোচ্ছিলেন তিনি। নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন। তারপর বাবার থেকে সরে আসেন এবং মা নিতু কাপুরকে আগলে ধরে সামনের দিকে এগিয়ে যান।