Kurmi Protest: এগিয়ে আসছে ছাব্বিশ, চাপ বাড়তে এবার নতুন রণকৌশল কুড়মিদের
Kurmi Protest: কুড়মিদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাজ্য সরকার কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল। কিন্তু কেন্দ্রের চাহিদা মতো রাজ্য সরকার ‘কমেন্ট ও জাস্টিফিকেশন’ না পাঠানোয় আজও তাঁদের আদিবাসী স্বীকৃতির বিষয়টি আটকে রয়েছে।

খাতড়া: বিধানসভা নির্বাচনের আগে ফের আন্দোলনে গতি আনতে ময়দানে নামছে কুড়মিরা। বড় সমাবেশ হতে চলেছে বাঁকুড়ার খাতড়ায়। আগামী আন্দোলনের রূপরেখাও ঘোষণা করা হতে পারে সমাবেশ থেকে। আদিবাসী স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে এ রাজ্যের কুড়মিরা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সেই দাবিকে সামনে রেখে ফের জোরদার লড়াইয়ে নামছে কুড়মিরা। সেই লক্ষেই শনিবার বাঁকুড়ার খাতড়ায় বড়সড় সমাবেশ করতে চলেছে কুড়মি সমাজের নেতারা।
কুড়মিদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাজ্য সরকার কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল। কিন্তু কেন্দ্রের চাহিদা মতো রাজ্য সরকার ‘কমেন্ট ও জাস্টিফিকেশন’ না পাঠানোয় আজও তাঁদের আদিবাসী স্বীকৃতির বিষয়টি আটকে রয়েছে। ‘কমেন্ট ও জাস্টিফিকেশন’ পাঠানোর দাবিতে কুড়মিরা দীর্ঘদিন ধরেই এ রাজ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শেষ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে সেই আন্দোলন বড় আকার নেয়। বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের আটকে বিক্ষোভ, রেল অবরোধ, পথ অবরোধের পাশাপাশি ভোটের ময়দানেও নামে কুড়মিরা। বহু জায়গায় কুড়মি সমাজের পক্ষ থেকে নির্দল প্রার্থীও দেওয়া হয়। কিন্তু তারপরেও কেন্দ্রের সরকারের কাছে রাজ্য সরকারের তরফে ‘কমেন্ট ও জাস্টিফিকেশান’ না যাওয়ায় হতাশ কুড়মি সমাজের নেতারা।
তবে হাল না ছেড়ে ছাব্বিশের নির্বাচনের আগে ফের চাপ বাড়ানোর কৌশল নিচ্ছেন কুড়মি নেতারা। সেই লক্ষেই শনিবার বাঁকুড়ার খাতড়ায় এ টিম গ্রাউন্ডে বড় সমাবেশের ডাক দিয়েছে কুড়মিরা। বাঁকুড়া ছাড়াও এই সমাবেশে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার কুড়মিদের অংশ নেওয়ার কথা। উপস্থিত থাকবেন কুড়মি সমাজের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব। এই সমাবেশ থেকেই নিজেদের দাবি পূরণের লক্ষ্যে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আগামীদিনে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।





