Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tariff on iPhone: নতুন আইফোন কেনার শখ থাকলে ভুলে যান! আইফোনের দাম বাড়ছে ২ লাখ

আইফোন ১৬-এর দাম ৬৮ হাজার টাকা থেকে বেড়ে হবে প্রায় ৯৭ হাজার টাকা। ১৬ প্রো ম্যাক্স-এর ১ টেরাবাইট স্টোরেজ সম্পন্ন মডেলটির দাম ২ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে।

Tariff on iPhone: নতুন আইফোন কেনার শখ থাকলে ভুলে যান! আইফোনের দাম বাড়ছে ২ লাখ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2025 | 5:13 PM

অনেক মোবাইল ফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকে আইফোন। অনেকেই চান, জীবনে অন্তত একবার একটা আইফোন ব্যবহার করতে। প্রথমদিকে বেশি দাম ও দেশের সর্বত্র মিলত না বলে আইফোন ছিল অধিকাংশ ভারতীয় ইউজারদের নাগালের বাইরে। কিন্তু উদার অর্থনীতি দেশের ফোনের বাজারকে বিদেশিদের কাছে হাট করে খুলে দেওয়ার পর ভারতের বাজার ধরতে চেয়ে আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল ফোনের দাম কমায় ও সহজলভ্যতা বাড়ায়। সেই সঙ্গে একাধিক বেসরকারি ব্যাঙ্ক একসঙ্গে পুরো দাম নগদে মেটানোর বদলে কিস্তি বা ইএমআই-তে দাম মেটানোর সুযোগ দিতেই ভারতীয় মোবাইল ফোন ব্যবহারকারীরা ঝাঁপিয়ে পড়েন আইফোন কিনতে।

ভারতের বাজারে এখন বহু ব্যবহারকারীর হাতেই দেখা যায় অ্যাপল আইফোন। ভাল ছবি-ভিডিও ওঠে, টেকসই বলে এই ফোনের সুনাম রয়েছে। সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু। অনেকে বলেন, আইফোন শুধু একটা ফোন নয়, আখাঙ্খা বা স্বপ্নকে পকেটবন্দি করার প্রলোভন দেখায়। তাদের বিজ্ঞাপন বলে, হাতে আইফোন থাকা মানে আপনি আর পাঁচজনের চেয়ে বেশি নিরাপদে তথ্য জমা রাখতে পারবেন ফোনে। একাধিক ভারতীয়, চিনা ও কোরিয়ান সংস্থাকে পিছনে ফেলে আইফোনও দিব্যি ভারতের বাজারের সিংহভাগ দখল করে বসেছিল। কিন্তু এবার তাতে বাধ সাধলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে হারে তিনি নতুন ট্যারিফ চাপিয়েছেন, তাতে আইফোনের দাম একধাক্কায় বাড়তে চলেছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ। এমনটাই আশঙ্কা বাজারে।

ব্যাপারটা কী? আসলে অ্যাপল একটি মার্কিন সংস্থা হলেও কম খরচে মোবাইল প্রস্তুতের জন্য সংস্থাটি অধিকাংশ ফোনই চিনে তৈরি করত। আইফোনের যন্ত্রাংশ অধিকাংশ চিনেই তৈরি হয়। কারণ, সে দেশে কম পয়সায় মজদুর পাওয়া যায় ও ইলেক্ট্রনিক পণ্যের দাম অনেকটাই সস্তা। একা অ্যাপল নয়, অনেক সংস্থাই খরচ বাঁচাতে এটাই করে। সে মার্কিন হোক বা ভারতীয়। সেই চিনের উপরেই এবার সবথেকে বেশি কর বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাড়তি কর দিতে হলে সেই বাড়তি খরচ ক্রেতাদের থেকেই উশুল করলে অ্যাপল, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

পয়লা এপ্রিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন থেকে আমদানি করা পণ্যের উপরে ২০ থেকে একধাক্কায় বাড়িয়ে ৫৪ শতাংশ কর আরোপ করেছেন। ট্রাম্প চান, মার্কিন ব্যবসায়ীরা চিন থেকে তাঁদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আবার আমেরিকাতে ফিরিয়ে আনুক ও দেশের মানুষ কাজ পাক। অন্যদিকে, চিন-সহ অন্যান্য দেশ, যাদের বিপুল বাড়তি কর দিতে হচ্ছে, তাঁদের যুক্তি– এই সিদ্ধান্ত এক কথায় আমেরিকার পেশিশক্তির প্রদর্শন ও ট্রাম্পের একগুঁয়েমি। আসুন, একটা সহজ হিসাব করে আপনাদের দেখাই, এখন থেকে আইফোনের দাম কত হতে চলেছে?

এই মুহূর্তে বাজারে সবচেয়ে সস্তার আইফোন– আইফোন ১৬(১৬-ই কে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে), যার বাজারদর ৭৯৯ মার্কিন ডলার বা ৬৮ হাজার টাকার পাশেপাশে। এবার প্রস্তুতকারক সংস্থাকে যদি সত্যি সত্যি বর্ধিত মাশুল দিতে হয় তাহলে এক একটি আইফোনের দাম পড়বে প্রায় ৯৭ হাজার টাকা। মানে একধাক্কায় দাম বেড়ে যাবে ৪৩ শতাংশ। একইভাবে আইফোনের প্রিমিয়াম মডেল ১৬ প্রো ম্যাক্স-এর ১ টেরাবাইট স্টোরেজ সম্পন্ন মডেলটির দাম ২ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। এর আগে নানা উপায়ে বাড়তি করের বোঝা চাপানো হলেও নানা ফাঁকতালে অ্যাপল ছাড় পেয়ে গেছিল। কিন্তু এবার সেই পথ বন্ধ। মোদ্দা কথা, আপনার যদি নতুন আইফোন কেনার শখ থাকে তাহলে ভবিষ্যতে আপনাকে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খরচ করতেই হবে।