Amitabh Bachchan Apology: ‘আমি বিরক্ত’, অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনার মাঝেই ক্ষমা চাইলেন অমিতাভ

Bollywood Gossip: কখনও অগস্ত্য নন্দাকে সাপোর্ট করতে হাজির হচ্ছেন তিনি, কখনও আবার মেয়ের জন্মদিনে থাকছে বিশেষ পোস্ট। তবে এই নিয়ে মাঝে মধ্যেই খবর ভাইরাল হচ্ছে একটাই কারণে, অভিষেক বচ্চন হাতে বিয়ের আংটি কোথায়, কিংবা সোশ্যাল মিডিয়ায় আনফলো করা প্রসঙ্গ, সব মিলিয়ে এই জুটি চর্চায়। তারই মাঝে ব্লগে অমিতাভ বচ্চনের হাজিরা নেই। 

Amitabh Bachchan Apology: 'আমি বিরক্ত', অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনার মাঝেই ক্ষমা চাইলেন অমিতাভ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 3:21 PM

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে সম্পর্কের সমীকরণ। অধিকাংশেরই মত তাঁরা আদালা হতে চলেছেন। বিবাহ বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন এই জুটি। একে অন্যের সঙ্গে থাকছেনও না। আরাধ্যাও নাকি কখনও মা কিংবা কখনও বাবার সঙ্গে থাকছেন। যদিও এই বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি এই জুটিকে। এমনকি বচ্চন পরিবারে এখন যে সবটা স্বাভাবিক রয়েছেন, এমন ছবি খুব কম হলেও উঠে আসছে মাঝে মধ্যেই। কখনও অগস্ত্য নন্দাকে সাপোর্ট করতে হাজির হচ্ছেন তিনি, কখনও আবার মেয়ের জন্মদিনে থাকছে বিশেষ পোস্ট। তবে এই নিয়ে মাঝে মধ্যেই খবর ভাইরাল হচ্ছে একটাই কারণে, অভিষেক বচ্চন হাতে বিয়ের আংটি কোথায়, কিংবা সোশ্যাল মিডিয়ায় আনফলো করা প্রসঙ্গ, সব মিলিয়ে এই জুটি চর্চায়। তারই মাঝে ব্লগে অমিতাভ বচ্চনের হাজিরা নেই।

এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন বিগ গি। কেন এতদিন কিছু লিখলেন না অভিনেতা? ক্ষমা চেয়ে দিলেন তার সঠিক জবাব। লিখলেন– আমি বিরক্ত হই, যখন দেখি একটি ব্লগ পোস্ট করতে এত বড় একটা চিত্র তৈরি হয়ে যাচ্ছে। কাজের চাপ এতটাই বেশি যে অনিয়মিত হয়ে যাচ্ছে। সকাল সকাল কলটাইম, এবং দেরি করে কাজ শেষ, রাতে আমায় বলা হয়েছে অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন। গত রাতে যেমন তিনটে পর্ব পর পর শুট ছিল। একটার পর একটা, নতুন দর্শক, নতুন পর্ব, নতুন প্রতিযোগী, রাত তিনটে বেজে গেল। আমি কিছুই লেখার সময় পাচ্ছি না। আর সেই সময়ের অভাবেই অমিতাভ বচ্চন ব্লগ লিখতে পারেননি, কোনও পারিবারিক কারণে মোটেও নিজেকে সরিয়ে রাখেননি বিগ বি।