Shah Rukh Khan: ‘কফির পর কফি খাচ্ছিলেন শাহরুখ, তার পরেই চোখে জল…’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 29, 2021 | 4:02 PM

প্রসঙ্গত, আরিয়ানের জামিনের রায় ঘোষণা হতেই সলমন খান, সুনীল শেট্টিসহ অভিনেতারা ফোন করেছেন শাহরুখকে। এ ছাড়াও টুইটারেও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন খান পরিবারকেও।

Shah Rukh Khan: কফির পর কফি খাচ্ছিলেন শাহরুখ, তার পরেই চোখে জল...
ছেলে আরিয়ান খানের জামিন না হওয়ার পর্যন্ত কেমন অবস্থা ছিল শাহরুখের?

Follow Us

চিন্তার ২৫ দিন… আশঙ্কার ২৫টা রাত। হতে পারেন তিনি সুপারস্টার, হতে পারে তাঁর খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু এরই পাশাপাশি তিনি একজন বাবা। তাই ছেলে আরিয়ান খানের জামিন না হওয়ার পর্যন্ত কেমন অবস্থা ছিল শাহরুখের, তা নিয়েই এবার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন আরিয়ানের আইনজীবী ও ভারতের প্রাক্তন অ্যাটর্ণি জেনারেল মুকুল রোহতাগি।

সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত তিন-চার দিন ধরে ছেলেকে নিয়ে মারাত্মক চিন্তার মধ্যে কাটিয়েছেন কিং খান। মুকুল রোহতাগির কোথায়, “আমি ঠিক বলতে পারব না উনি ঠিকমতো খাবারও খেয়েছেন কিনা। আমি শুধু দেখতাম কফির পর কফি খেয়ে যেতেন।” ছেলে ছাড়া পেতেই নাকি কেঁদে ফেলেছিলেন শাহরুখ। তবে এ কান্না দুঃখের নয়, আনন্দের। তাঁর আইনজীবী আরও যোগ করেছেন, “আরিয়ান জামিন পেতেই ওঁর মুখে আমি একজন বাবা হিসেবে স্বস্তির ছাপ দেখতে পেয়েছি।”

প্রসঙ্গত, আরিয়ানের জামিনের রায় ঘোষণা হতেই সলমন খান, সুনীল শেট্টিসহ অভিনেতারা ফোন করেছেন শাহরুখকে। এ ছাড়াও টুইটারেও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন খান পরিবারকেও। কেউ কেউ আবার অর্থবহ লাইনের মাধ্যমে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকেই তির্যক মন্তব্যে বিঁধেছেন। ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত অভিনেতা মাধবন লিখছেন, “একজন বাবা হিসেবে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। আজ থেকে সব যেন ভাল হয়।” অন্যদিকে ‘মসিহা’ সোনু সুদ পোস্ট করেছেন অর্থবহ দুই লাইন। যে লাইনে লুকিয়ে আছে কোন গুঢ় অর্থ? সোনু লিখছেন, “সময়ই যখন ন্যায় নির্ধারক, তখন সাক্ষীর কীই বা প্রয়োজন?”

গত ২৫ দিনে আরিয়ানের খানের এই মাদক মামলায় কম কাঁটছেঁড়া হয়নি। কখনও প্রধান সাক্ষীর দেহরক্ষী নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর এই মামলায় প্রধান তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অর্থ নেওয়ার বিস্ফোরক অভিযোগ এনেছে আবার কখনও বা গাঁজা-কোকেন সংক্রান্ত আরিয়ান খান ও চাঙ্কি কন্যা অনন্যার চ্যাট প্রকাশ্যে ফাঁস হয়ে গিয়েছে। আরিয়ান এখনও বাড়ি ফেরেননি। তাঁর জামিনের প্রক্রিয়া এখনও বাকি। তবে স্বস্তি ফিরেছে খান পরিবারে। বহুদিন পর অবশেষে মিষ্টি ঢুকবে মন্নতের অন্দরে?

 

Next Article