কণ্ঠ ‘চুরি’ আশা ভোঁসলের! বিপাকে পড়ে কী করলেন গায়িকা?
আর এবার আশা ভোঁসলে দ্বারস্থ হয়েছেন আদালতে। এআই প্রযুক্তি, যার জেরে তাঁর কণ্ঠস্বর ‘চুরি’ হয়ে যাচ্ছিল যখন-তখন। বাধ্য হয়ে অন্যান্য একাধিক তারকার মতো বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ষীয়ান গায়িকা। জানা গিয়েছে, উচ্চ আদালত তাঁকে সমর্থন জানিয়েছে।

কণ্ঠ চুরি আশা ভোঁসলের। বিপাকে পড়ে আদালতে ছুটলেন ৯১ বছর বয়সী গায়িকা। এই বয়সে এসে যে এমন বিপাকে পড়তে হবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি আশা।
তা আশা ভোঁসলের সঙ্গে ঘটল কী?
কত কয়েকদিন ধরেই বম্বে হাই কোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায় বচ্চন। বিনা অনুমতিতে তাঁদের ছবি ভুল ভাবে ব্যবহার করা রুখতে আদালতে আবেদনও করেছেন তাঁরা। আর এবার আশা ভোঁসলে দ্বারস্থ হয়েছেন আদালতে। এআই প্রযুক্তি, যার জেরে তাঁর কণ্ঠস্বর ‘চুরি’ হয়ে যাচ্ছিল যখন-তখন। বাধ্য হয়ে অন্যান্য একাধিক তারকার মতো বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ষীয়ান গায়িকা। জানা গিয়েছে, উচ্চ আদালত তাঁকে সমর্থন জানিয়েছে।
আশা ভোঁসলের করা মামলায় বিচারপতি আরিফ এস ডক্টরের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন জনপ্রিয় মানুষের ব্যক্তিগত সম্পত্তি, তাঁর নাম, তাঁর স্বর, ছবি, বা এই ধরনের যে কোনও জিনিস বিনা অনুমতিতে অন্য কেউ ব্যবহার বা প্রচার করলে, তা ওই জনপ্রিয় ব্যক্তির অধিকার লঙ্ঘনের সমান। তাই আদালত জানিয়েছে,জনপ্রিয় মানুষের অনুমতি ছাড়া তাঁদের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করা যাবে না। কোনও ব্যক্তি বা সংগঠন নানা সরঞ্জামের মাধ্যমে এই ধরনের অনৈতিক কাজে যুক্ত থাকলে তাঁদের কঠোর শাস্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনও এই পথে হেঁটেছেন তাঁদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ.আই. (AI) দ্বারা বিভ্রান্তিকর ও মানহানিকর ডিপফেক ভিডিয়ো তৈরি করা হচ্ছে। তারই বিরুদ্ধে এই জুটি কড়া আইনি পদক্ষেপ করেছেন বলে খবর। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এই বলিউড দম্পতি ইউটিউব এবং তার মূল সংস্থা গুগলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এবং প্রায় ৪৫০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন।
