রচনা জিতেছেন, প্রাক্তন স্বামী সিদ্ধান্ত কি জয়ী হলেন বিজেপির টিকিটে?
Rachna Banerjee: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে এ বারে হুগলি দখল করে নিয়েছেন রচনা। অন্যদিকে বাংলায় বিজেপি আশানুরূপ ফল না হলেও নির্বাচনের কমিশন জানাচ্ছে, ডিগাপাহান্ডি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন সিদ্ধান্ত
দু’জনের দু’টি পথ বহু আগেই হয়েছে আলাদা। একজন এই বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে রাজনীতিতে নেমেছিলেন। অন্যজন এই বছরই বিজেডি (বিজু জনতা দল) ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কথা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের। ভোটযুদ্ধ শেষে কে কোথায় দাঁড়িয়ে তাঁরা জানেন? এখনও পর্যন্ত নির্বাচনের ফলাফল বলছে, আলাদা দল আলাদা পথ হলেও ভোটের ফলাফল জিতিয়ে দিল দু’জনকে।
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে এ বারে হুগলি দখল করে নিয়েছেন রচনা। অন্যদিকে বাংলায় বিজেপি আশানুরূপ ফল না হলেও নির্বাচনের কমিশন জানাচ্ছে, দিগপাহান্দি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন সিদ্ধান্ত। ফলাফল ঘোষিত না হলেও বিজু জনতা দলের প্রার্থী বিপ্লব পাত্রের থেকে প্রায় বারো হাজার ভোটে এগিয়ে রয়েছেন সিদ্ধান্ত। ট্রেন্ড বলছে, নামের পাশে বিধায়ক শব্দবন্ধনী জুড়তে আর কিছু সময়ের অপেক্ষা।
২০০৯ সালে ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন সিদ্ধান্ত। ২০১৪ সালেও ওই একই আসন থেকে জিতেছেন। তবে গত লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি সিদ্ধান্ত। এবার নির্বাচনের আগে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে কম আলোচনা হয়নি। প্রাক্তনকে শুভেচ্ছাও জানিয়েছিলেন রচনা। শুভেচ্ছা জানিয়েছিলেন সিদ্ধান্তও। তবে একই সঙ্গে জানিয়েছিলেন, তিনি প্রথম তাঁর দলের প্রার্থী লকেটকে শুভেচ্ছা জানাবেন। আলাদা পথ, আলাদা মত, আলাদা জীবন তাঁদের, তবু কোথাও গিয়ে মিলে গেলেন তাঁরা। রাজনীতি শুধুই যে বিভেদ সৃষ্টি করে কে বলেছে? জয়ীদের স্বপ্নগুলোই যে ভীষণ ভাবে মিলে যায়।