কোভিড জয়ী হয়েও শেষরক্ষা হল না, প্রয়াত কিংবদন্তী অভিনেতা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 02, 2021 | 11:47 AM

মুম্বইয়ে কেরিয়ার গুটিয়ে গুজরাটের আহমেদাবাদেই থাকতেন তিনি। বিয়ে করেননি। শেষ বয়সের সঙ্গী ছিলেন ভাইঝি এবং তাঁর সন্তান।

কোভিড জয়ী হয়েও শেষরক্ষা হল না, প্রয়াত কিংবদন্তী অভিনেতা
বাঁ দিকে অরবিন্দ। ছবি- সংগৃহীত

Follow Us

করোনাকে জয় করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা অরবিন্দ রাঠোর। বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর পারিবারিক সূত্রে খবর করোনা পরবর্তী ধাক্কা এবং বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

মুম্বইয়ে কেরিয়ার গুটিয়ে গুজরাটের আহমেদাবাদেই থাকতেন তিনি। বিয়ে করেননি। শেষ বয়সের সঙ্গী ছিলেন ভাইঝি এবং তাঁর সন্তান। সংবাদমাধ্যমকে অভিনেতার ভাইঝি জানিয়েছেন, বেশ কিছু মাস ধরেই শয্যাশায়ী ছিলেন অভিনেতা। কোভিড হলেও সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু এরই মধ্যে এই খারাপ খবর।

আরও পড়ুন- মনের মতো পাত্র পেলে এখনই বিয়ে করতে রাজি নিক্কি, তবে একটা শর্ত রয়েছে

গুজরাটি ছবিতে ভিলেনের ভূমিকার দেখা গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন থিয়েটারেও। হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার আগে অন্য পেশা ছিল তাঁর। তিনি ছিলেন চিত্র সাংবাদিক। কিন্তু চিত্র সাংবাদিকতা করতে করতেই অভিনয়কে কখন যেন ভালবেসে ফেলেন রাঠোর। গুজরাতি ছবিতে ভিলেনের চরিত্রে একচ্ছত্র আধিপত্য তাঁকে রাতারাতি দিয়েছিল পরিচিতি। যদিও শেষ বয়সে থাকতে চাইতেন অন্তরালেই, পরিবারের সঙ্গে। অবশেষে থমকে গেল জীবন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন-‘প্রিয়…তোমায় কী ভীষণ মিস করছিলাম’, কার উদ্দেশ্যে আলিয়ার এই ভালবাসার বার্তা?

Next Article