Arbaaz Khan-Giorgia Andriani Split: ‘যদি কোনও ব্যক্তি টক্সিক সম্পর্কে থাকেন…’, প্রেম ভাঙার পর প্রথম মুখ খুললেন আরবাজ়ের প্রেমিকরা
Giorgia Andriani on Relationship: ১৮ বছর সংসার করার পর, ২০১৭ সালে স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে অভিনেতা আরবাজ় খানের। তারপর এক বিদেশিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আরবাজ়। একদিকে যেমন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে মালাইকার। তেমনই আরবাজ়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় জিওর্জিয়া আদ্রিয়ানির। চার বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা।

১৮ বছর সংসার করার পর, ২০১৭ সালে স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে অভিনেতা আরবাজ় খানের। তারপর এক বিদেশিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আরবাজ়। একদিকে যেমন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে মালাইকার। তেমনই আরবাজ়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় জিওর্জিয়া আদ্রিয়ানির। চার বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা।
কিন্তু এবার আরবাজ়-জিওর্জিয়ারও সম্পর্ক ভেঙেছে। এবং তারপরই মুখ খুলেছেন জিওর্জিয়া। সলমন খানের ভাই আরবাজ় কেমন প্রেমিক জানিয়েছেন জিওর্জিয়া। বলেছেন, “আমার বন্ধু আরবাজ়। কেবল বন্ধু নন, তিনি আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের প্রেমের সম্পর্কটা আর নেই। কিন্তু তাতে আমাদের সম্পর্কের রসায়নে কোনও ফারাক তৈরি হয়নি। আমি এবং আরবাজ় এখনও খুব ভাল বন্ধুই আছি।”
কিন্তু সম্পর্ক ভাঙল কেন আরবাজ়-জিওর্জিয়ার, খোলসা করেছেন তিনি। বলেছেন, “যদি কোনও ব্যক্তি টক্সিক সম্পর্কে থাকেন, তা হলে প্রেম ভেঙে যাওয়ার পর বন্ধুত্ব থাকে না। কিন্তু আরবাজ় এক্কেবারেই টক্সিক নন। তিনি খুবই মিষ্টি মানুষ। আমাদের মধ্যে বোঝাপড়া হচ্ছিল না। মতের অমিল হচ্ছিল। তাই সম্পর্কটা ভেঙেছে। আরবাজ় আমার সঙ্গে বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। দীর্ঘ আলোচনার পরই ছাড়াছাড়ির কথা ভেবেছি আমরা।”





