Bruce Willis: কথা বলতে সমস্যা, অ্যাফাসিয়া রোগ থামালো হলিউড সফর, অভিনয় ছাড়লেন ব্রুস উইলিস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 31, 2022 | 11:44 AM

Viral News: কথা বলার সমস্যার জন্য অভিনয় সফরে ইতি টানলেন অভিনেতা ব্রুশ উইলিস, দ্রুত আরোগ্য কামনায় ভক্তমহল।

Bruce Willis: কথা বলতে সমস্যা, অ্যাফাসিয়া রোগ থামালো হলিউড সফর, অভিনয় ছাড়লেন ব্রুস উইলিস

Follow Us

হলিউডে দাপটের সঙ্গে অভিনয় করতেন অভিনেতা ব্রুস উইলিস। একের পর এক ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মন কেড়েছিল। এখনও অনেকটা পথ চলার ছিল বাকি, এখনও অনেকটা সফর গড়েই পারতেন তিনি ভক্তদের জন্য। কিন্তু সবটা থেকে অনিচ্ছার পরও সরে দাঁড়াতে হল। শেষ হল ব্রুস উইলিসের অভিনয় কেরিয়ার। আর অন্তরায় হয়ে দাঁড়ালো শরীর। বয়স ৬৭, অ্যাফাসিয়া রোগে আক্রান্ত অভিনেতা।

বুধবার পরিবারের তরফ থেকে এই সংসাবদ সামনে আনতেই তা রাতারাতি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। বিবৃতি অনুসারে, অভিনেতা অ্যাফাসিয়া রোগে আক্রান্ত। শরীরের নানা জটিলতা সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে তিনি অভিনয় ছাড়তে বাধ্য হলেন। এটা নিঃসন্দেহে একটা কঠিন সময়। এই সময় আপনাদের সকলের ভালবাসা কাম্য, ব্রুসের জীবনে তাঁর অনুরাগীদের ভুমিকা কতটা, সেটা সকলের জানা, আর সেই সূত্রেই এই সংবাদ সকলকে জানানোর সিদ্ধান্ত নেওয়া। খবর পাওয়া মাত্রই এই পোস্ট হয়ে ওঠে ভাইরাল। দ্রুত আরোগ্যের কথা উল্লেখ করে ভরে ওঠে কমেন্ট বক্স।


এই রোগে আক্রান্ত ব্যক্তির কথা বলতে সমস্যা দেখা দেয়। শরীরে আরও নানা জটিলকা থাকে, পাশাপাশি শব্দ উচ্চারণ, স্পষ্ট করে সংলাপ বলা কোনওটি তিনি বর্তমানে করতে পারবেন না। আর সেই কথা ভেবেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া। অভিনয় কেরিয়ারে একের পর এক ভালছবি উপহার দিয়েছেন তিনি, যে তালিকাতে রয়েছে, ডায় হার্ট, পাল্প ফিকশন, দ্য সিক্সথ সেন্স প্রভৃতি। জনপ্রিয় টিভি সিরিজ মুনলাইটনিং-এও অভিনয় করে সকলের নজর কেড়েছেন তিনি। ২০টিরও পেশি পুরস্কার তাঁর ঝুলিতে। বর্তমানে তিনি চিকিৎসারত। ভক্তদের প্রার্থণায় ভরছে কমেন্টবক্স।

আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?

আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার

আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা

Next Article