Aiyyo Shraddha: বিশ্বব্যাপী চাকরিহারা কর্মীদের যন্ত্রণা নিয়ে দুর্দান্ত ভিডিয়ো এই কনটেন্ট ক্রিয়েটারের, মন্তব্য করেছেন হর্ষ গোয়াঙ্কাও
Viral Content Creator: ২০-৩০ বছর ধরে কোনও কোম্পানিতে নিষ্ঠাভরে কাজ করার পরও মানুষের কাজ চলে গিয়েছে। চাকরি যাওয়ার আগে তাঁদের আগাম সতর্কও করা হয়নি কিছু-কিছু ক্ষেত্রে!
সারা বিশ্বে বড়-বড় আইটি কোম্পানিগুলি তাঁদের কর্মী ছাটাই করছে এবং এই ছাটাই প্রক্রিয়া মানুষের মনে ব্যাপক মাত্রায় অসন্তোষ তৈরি করে ফেলেছে। অতি অল্প সময়ের মধ্যে তাঁদের কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে এবং হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ‘টার্মিনেশন লেটার’। নিজের এই যন্ত্রণার নানা ঘটনা আইটি কর্মীরা ব্যক্ত করেছেন সোশ্য়াল মিডিয়ায় এসে। ২০-৩০ বছর ধরে কোনও কোম্পানিতে নিষ্ঠাভরে কাজ করার পরও মানুষের কাজ চলে গিয়েছে। চাকরি যাওয়ার আগে তাঁদের আগাম সতর্কও করা হয়নি কিছু-কিছু ক্ষেত্রে!
কেন চাকরি যায় এই ভাবে। কোম্পানির কস্ট কাটিং করার জন্য অনেকসময় এমনটা সিদ্ধান্ত নিয়ে থাকেন কর্তৃপক্ষ। এতে হয়তো কোম্পানিগুলি লাভবান হয়, কিন্তু কিছু অসহার মানুষের পেটে পদাঘাত হয় অচিরেই। আর এই বিষয়টিকেই তাঁর একটি ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছেন কনটেন্ট ক্রিয়েটার আইয়ো শ্রদ্ধা!
A laid off techie….this is so funny @AiyyoShraddha pic.twitter.com/uIlVwHeX21
— Harsh Goenka (@hvgoenka) January 30, 2023
সেই ভিডিয়োতে একটি কাল্পনিক স্কিট করেছেন শ্রদ্ধা। সেখানে তিনি তুলে ধরেছেন কীভাবে এক আইটি পেশাদারকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হয়। তা দেখাতে গিয়েই তিনি নিপীড়িত কর্মীদের দুঃখ এবং দুর্দশার কথা তুলে ধরেছেন। এই নির্দিষ্ট ভিডিয়োটি লক্ষ্য-লক্ষ্য মানুষ দেখে ফেলেছেন এ পর্যন্ত। ভাইরাল ভিডিয়োটি আকর্ষণ কেড়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কারও। তিনি টুইট করে লিখেছেন, “একজন চাকরি হারা টেকি… এটা খুব মজার আইয়ো শ্রদ্ধা (A laid off techie….this is so funny @AiyyoShraddha)”। কেবল শিল্পপতি হর্ষ নন, মন্তব্য করেছেন অভিনেতা রিতেশ দেশমুখও। তিনিও টুইট করে লিখেছেন, “ফ্যাবুলাস”।