Aha Tamil Brand Launch: এবার তামিল ভাষায় ‘আহা’, স্থানীয় দর্শকের জন্যই এই ওটিটি প্ল্যাটফর্মের পরিকল্পনা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Apr 14, 2022 | 9:49 PM

Aha-OTT Platform: তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী স্থানীয় ভাষার বিষয়বস্তুর দিকে নজর রাখতে বলেছেন। তিনি মনে করেন তাতেই স্থানীয় দর্শকের কাছাকাছি পৌঁছন যায়।

Follow Us

দেশের অন্যতম এগিয়ে থাকা ওটিটি প্ল্যাটফর্ম ‘আহা’ লঞ্চ করল তাঁদের তামিল সংস্করণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এন কে স্ট্যালিন। তাঁকে সঙ্গ দিয়েছিলেন অভিনেতা সিম্বু ও সঙ্গীত নির্মাতা অনিরুদ্ধ রবিচন্দের। এই দুই প্রতিভাবান শিল্পী ‘আহা’ ওটিটি প্ল্যাটফর্মটির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। তামিল নাড়ুর নতুন বছরে তামিল ভাষায় নির্মিত ওটিটি বিষয়বস্তু নিয়ে পথ চলার অঙ্গীকার নিয়েছে এই ডিজিট্যাল মাধ্যম। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বাণিজ্যিক ছবি ‘থাট্টিনা তামিল মাত্তুমে’-ও লঞ্চ হল এদিন। সেই ছবিরই অংশ সিম্বু এবং অনিরুদ্ধ। মাতৃভাষা কীভাবে মানুষকে এক করতে সাহায্য করে, এটা দেখানোই প্রধান উদ্দেশ্য তাঁদের।

এস পি মুত্থুরামন, ভারতীরাজা, প্রয়াত এ ভি মেইয়াপ্পান, প্রয়াত এম এস বিশ্বনাথন, প্রয়াত কে বালাচন্দের, প্রয়াত এস পি বালাসুব্রহ্মণ্যম ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে ‘কালিগনার’ সম্মানে ভূষিত করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু হয় মুখ্যমন্ত্রী এন কে স্টালিনের বক্তব্য দিয়েই।

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী স্থানীয় ভাষার বিষয়বস্তুর দিকে নজর রাখতে বলেছেন। তিনি মনে করেন তাতেই স্থানীয় দর্শকের কাছাকাছি পৌঁছন যায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘আহা’র নির্মাতারা এদিন শ্রদ্ধাঞ্জলি দেন মুখ্যমন্ত্রীর বাবা শ্রী এম করুণানিধিকে। তামিল সাহিত্যে তাঁর অবদানের কথাও এদিন উল্লিখিত হয় অনুষ্ঠানে। তামিল ভাষার বহু ছবিতে চিত্রনাট্য লিখে তা সমৃদ্ধ করেছিলেন করুণানিধি।

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন একটি ভিডিয়োর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ‘আহা’কে।

২০২০ সালে লঞ্চ হয়েছে ‘আহা’। ১০০ শতাংশ স্থানীয় বিনোদনের রসদ দেয় এই ওটিটি প্ল্যাটফর্ম। প্রথম শুরু হয়েছিল তেলেগু ভাষায়। সারা বিশ্বে দারুণ সাড়া পেয়েছে। জনপ্রিয় তেলেগু ছবি, ফিকশন ও নন-ফিকশন শো দেখিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম। এবার তামিলভাষীরাও এর স্বাদ পাবেন। অন্যান্য ভাষাতেও আসবে ‘আহা’।

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘আগর তুম সাথ হো…’ প্রেমে-আদরে ‘জাস্ট ম্যারেড’ আলিয়া-রণবীর

আরও পড়ুন: Priyanka Chopra: মেয়ের নাম কী রেখেছেন? মুখ খুললেন প্রিয়াঙ্কা…

আরও পড়ুন: Tollywood Re-union: ১০ বছর পর ফের স্ক্রিনে গণেশ ও গুছাইত, নতুন কী সারপ্রাইজ় আনছেন তাঁরা?

দেশের অন্যতম এগিয়ে থাকা ওটিটি প্ল্যাটফর্ম ‘আহা’ লঞ্চ করল তাঁদের তামিল সংস্করণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এন কে স্ট্যালিন। তাঁকে সঙ্গ দিয়েছিলেন অভিনেতা সিম্বু ও সঙ্গীত নির্মাতা অনিরুদ্ধ রবিচন্দের। এই দুই প্রতিভাবান শিল্পী ‘আহা’ ওটিটি প্ল্যাটফর্মটির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। তামিল নাড়ুর নতুন বছরে তামিল ভাষায় নির্মিত ওটিটি বিষয়বস্তু নিয়ে পথ চলার অঙ্গীকার নিয়েছে এই ডিজিট্যাল মাধ্যম। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বাণিজ্যিক ছবি ‘থাট্টিনা তামিল মাত্তুমে’-ও লঞ্চ হল এদিন। সেই ছবিরই অংশ সিম্বু এবং অনিরুদ্ধ। মাতৃভাষা কীভাবে মানুষকে এক করতে সাহায্য করে, এটা দেখানোই প্রধান উদ্দেশ্য তাঁদের।

এস পি মুত্থুরামন, ভারতীরাজা, প্রয়াত এ ভি মেইয়াপ্পান, প্রয়াত এম এস বিশ্বনাথন, প্রয়াত কে বালাচন্দের, প্রয়াত এস পি বালাসুব্রহ্মণ্যম ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে ‘কালিগনার’ সম্মানে ভূষিত করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু হয় মুখ্যমন্ত্রী এন কে স্টালিনের বক্তব্য দিয়েই।

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী স্থানীয় ভাষার বিষয়বস্তুর দিকে নজর রাখতে বলেছেন। তিনি মনে করেন তাতেই স্থানীয় দর্শকের কাছাকাছি পৌঁছন যায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘আহা’র নির্মাতারা এদিন শ্রদ্ধাঞ্জলি দেন মুখ্যমন্ত্রীর বাবা শ্রী এম করুণানিধিকে। তামিল সাহিত্যে তাঁর অবদানের কথাও এদিন উল্লিখিত হয় অনুষ্ঠানে। তামিল ভাষার বহু ছবিতে চিত্রনাট্য লিখে তা সমৃদ্ধ করেছিলেন করুণানিধি।

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন একটি ভিডিয়োর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ‘আহা’কে।

২০২০ সালে লঞ্চ হয়েছে ‘আহা’। ১০০ শতাংশ স্থানীয় বিনোদনের রসদ দেয় এই ওটিটি প্ল্যাটফর্ম। প্রথম শুরু হয়েছিল তেলেগু ভাষায়। সারা বিশ্বে দারুণ সাড়া পেয়েছে। জনপ্রিয় তেলেগু ছবি, ফিকশন ও নন-ফিকশন শো দেখিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম। এবার তামিলভাষীরাও এর স্বাদ পাবেন। অন্যান্য ভাষাতেও আসবে ‘আহা’।

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘আগর তুম সাথ হো…’ প্রেমে-আদরে ‘জাস্ট ম্যারেড’ আলিয়া-রণবীর

আরও পড়ুন: Priyanka Chopra: মেয়ের নাম কী রেখেছেন? মুখ খুললেন প্রিয়াঙ্কা…

আরও পড়ুন: Tollywood Re-union: ১০ বছর পর ফের স্ক্রিনে গণেশ ও গুছাইত, নতুন কী সারপ্রাইজ় আনছেন তাঁরা?

Next Article