জন্মের আড়াই মাস পার হয়েছে তার। এই বছরের শুরুতেই মা হওয়ার কথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ্যমে ঘরে এসেছিল খুদ সদস্য। মেয়ের নাম তিনি কী রাখছেন তা নিয়ে এযাবৎ সব মহলেই উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিলি সিংয়ের সঙ্গে এক চ্যাটে মেয়ে ও মেয়ের নাম নিয়ে মুখ খুললেন তিনি। যা বললেন, তাতে বেশ অবাক প্রিয়াঙ্কা ভক্তদের একটা বড় অংশ। প্রিয়াঙ্কা জানিয়েছেন, আড়াই মাস পার হলেও নাকি এখনও মেয়ের নামকরণই করে উঠতে পারেননি তিনি।
তবু এখনও মেয়ের নামকরণ করে উঠতে পারেননি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও নাকি এখনও পর্যন্ত মেয়ের মুখ দেখে উঠতে পারেননি বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু কেন? মেয়ে বিদেশে, কোভিড সংক্রান্ত নানা নিয়মের কারণে মেয়ের কাছে যাওয়া হয়নি তাঁর। আর নাম কেন দেওয়া ওঠেনি? এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা সবিস্তারে কিছু না বললেও মধু মুখ খুলেছিলেন কিছুদিন আগে। তিনি বলেছিলেন, পন্ডিতের সঙ্গে কথা বলেই শুভ দিনে ঠিক হবে নাম। সেই শুভ দিন কি এখনও আসেনি? মেয়েকে নিয়ে বড় হয়ে কী প্রত্যাশা রয়েছে প্রিয়াঙ্কার?
তাঁর কোথায়, “আমি নতুন মা হয়েছি। একটা জিনিসই বারবার করে নিজেকে বোঝাচ্ছি আমার ইচ্ছেগুলো ওর উপর কিছুতেই চাপিয়ে দেব আমি। আমার সন্তান বলে আমি সব কিছু ঠিক করব এমনটা হয় না। আমার বাবা-মা কিন্তু আমাকে সব সময় নিজের সিদ্ধান্ত নিতে দিয়েছে।”
২০২২ সালের শুরুতেই অনুরাগীদের বাবা-মা হওয়ার সুখবরটি শুনিয়েছিলেন নিক ও প্রিয়াঙ্কা। সন্তানের জন্মের খবর দিয়েছিলেন প্রায় মধ্যে রাতে। সুখবর শেয়ার করে নিক ও প্রিয়াঙ্কা সে সময় নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন, “সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছি। এই সময় প্রাইভেসির উপর আমরা ভীষণ জোর দিয়েছি। পরিবারই এখন আমাদের কাছ সবচেয়ে মূল্যবান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।”
কেউ কিছুই টের পায়নি, একেবারে ঘনিষ্ঠ বৃত্ত ছাড়া জানতে পারেননি কেউই। চুপিসারেই দুই থেকে তিন হয়ে গিয়েছিলেন ওঁরা। যাত্রাপথের এখনও বাকি অনেক। খুশির খবরে তারকা দম্পতির ইনস্টা জুড়ে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। জুটেছিল শুভেচ্ছাবার্তা। একই সঙ্গে যোগ হয়েছিল সন্তানের প্রথম ঝলক দেখার আর্জিও। যদিও আপাতত ব্যক্তিগত সেই খুশির মুহূর্ত নিজেদের মধ্যেই ভাগ করে নিতে উৎসাহী ছিলেন নিক-প্রিয়াঙ্কা। এই তো মাস কয়েক আগের ঘটনা। সোশ্যাল মিডিয়া থেকে বিবাহ সূত্রে পাওয়া জোনাস পদবী মুছে দেন প্রিয়াঙ্কা। সে সময় নিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুজবও রটেছিল। তবে সে সব গুঞ্জনকে নস্যাৎ করে নিক-প্রিয়াঙ্কা অস্ফুটে জানিয়ে দিয়েছিলেন, ভাল আছেন তাঁরা। বেড়েছে সন্তানের দায়িত্ব। আর বিচ্ছেদ? সে তো অলিখ কল্পনা।
আরও পড়ুন- ‘আমার সিডের মধ্যে কী ছিল কাউকে কেন বলব!’ সম্পর্কের জল্পনা প্রসঙ্গে এবার ভাইরাল শেহনাজ