Golden Memories: স্মৃতিতে ঋষি-নীতু বিবাহ আসর, ঢোল বাজিয়ে সেলিব্রেশনে কোন খ্যাতনামা পরিচালক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 13, 2022 | 2:20 PM

Bollywood Throwback: নিজের ছেলের বিয়ের পরিকল্পনা করেছিলেন ২০২০-তেই। বন্ধুর মত আড্ডা দিতে দিতে নিজেই জানিয়েছিলেন ঋষি কাপুর।

Golden Memories: স্মৃতিতে ঋষি-নীতু বিবাহ আসর, ঢোল বাজিয়ে সেলিব্রেশনে কোন খ্যাতনামা পরিচালক

Follow Us

কাপুর পরিবারের বিয়ে বলে কথা, টিনসেল টাউনে বর্তমানে একটাই জল্পনা তুঙ্গে, কবে চার হাত এক হচ্ছে! এক দিকে যেমন ঝড়ের গতীতে ভাইরাল হচ্ছে নানা প্রসঙ্গে জড়িয়ে থাকা কাপুর ও ভাট পরিবারের অন্দরমহলের কাহিনী, ঠিক তেমনই নস্টালজিয়ায় গা ভাসিয়েছে সিনে দুনিয়া। বারে বারে সকলের মুখে ফিরে আসছে বি-টাউনের প্রিয় জুটি ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়ের গল্প। আর.কে স্টুডিয়ো-তে তাঁদেরও বিয়ে হয়েছিল। সেই সূত্রেই রণবীর কাপুর ও আলিয়া ভাট এবার বিয়ের পিঁড়িয়ে বসতে চলেছে সেই একই স্থানে।

না, নতুন কোনও গল্প বা গসিপ নয়, বয়ি হচ্ছে, তা বারে বারে প্রমাণিত, বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল ছবি থেকে ভিডিয়ো থেকে এটুকু স্পষ্ট যে কাপুর পরিবারে বিয়ের সানাই বেজে গিয়েছে। তবে মজার বিষয় হল, এমনই সময় বিখ্যাত পরিচালক সুভাষ ঘাইয়ের স্মৃতিতে ঋষি-নীতু জুটির বিয়ের। বরাবরই ঋষি কাপুরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন পরিচালক সুভাষ ঘাই। আর প্রিয় বন্ধু বারাতিতে কোনো স্পেশাল পারফর্ম থাকবে না, তা কি হয়! না, তাই নিজেই সেই বিশেষ দিনে ঢোল বাজিয়েছিলেন পরিচালক। তাই রণবীর আলিয়ার বিয়ে নিয়ে তিনি বেশ উৎসাহিত।

সম্প্রতি ইটাইসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরেই বিয়ের কথা ছিল পাকা। নিজের ছেলের বিয়ের পরিকল্পনা করেছিলেন ঋষি কাপুর। বন্ধুর মত আড্ডা দিতে দিতে নিজেই জানিয়েছিলেন সুভাষ ঘাইকে, তিনি বেশ উৎসাহিত বিয়ে নিয়ে। সমস্ত পরিকল্পনা করা হয়েগিয়েছিল। কিন্তু কোথাও গিয়ে যেন ছন্দ পতন ঘটে। সামনে উঠে আসা খবর অনুযায়ী শুরু হয়ে গিয়েছিল শপিংও। কিন্তু কোথাও গিয়ে যেন ছন্দ পতন ঘটে ঋষি কাপুরের মৃত্যু সংবাদে, পাল্টে গিয়েছিল সব পরিকল্পনা, তারপর করোনার কোপ। অবশেষে সব জল্পনা মিটিয়ে খুশির হাওয়া বি-টাউনে।

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা

Next Article