Relationship: ‘আমার সিডের মধ্যে কী ছিল কাউকে কেন বলব!’ সম্পর্কের জল্পনা প্রসঙ্গে এবার ভাইরাল শেহনাজ
Viral News: শেহনাজ গিল প্রকাশ্যে মুখ খুললেন তাঁর সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক প্রসঙ্গে, নয়া অবতারে সেলেব।
বরাবরই শেহনাজ ও সিদ্ধার্থ শুক্লার মধ্যে থাকা সম্পর্কের জল্পনা নেট দুনিয়ায় ভাইরাল। একের পর এক সম্পর্কের প্রসঙ্গে কোথাও গিয়ে যেন শেহনাজ আজও সিদ্ধার্থ ঘিরে নাজেহাল, না, সিদ্ধার্থ নিয়ে প্রশ্ন করাতে তিনি বিন্দু মাত্র বিরক্ত নন, বরং তিনি এটা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বারে বারে এটা তাঁর ব্যক্তিগত জীবন, এই নিয়ে তিনি কোনও মন্তব্যই করতে পছন্দ করেন না। তবে নেটদুনিয়া তা শুনতে নারাজ। শেহনাজকে সামনে পাওয়া মাত্রই বারে বারে ফিরে আসে সিদ্ধার্থ প্রসঙ্গ। এবার আর এড়িয়ে না গিয়ে খোলা মনে উত্তর দিতে আর পিছু পা হলেন না শেহনাজ।
প্রথমটায় যখন শেহনাজ নিজের দুঃখ কাটিয়ে উঠতে পারছিলেন না, তখনও নেট দুনিয়াই সাহস দিয়েছিল, বারে বারে বলেছিল ঘুরে দাঁড়াতে। আবার বর্তমানে সেই সেলেবই যখন সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ধরা দিয়ে কেরিয়ারে কাজ তৈরি করতে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন, তখনই আবারও জল্পনার সূত্রপাত। তিনি কি তবহে অতীত ভুলে গেলেন! সব দুঃখ এক তাড়াতাড়ি ঝেরে ফেলে নতুন করে তিনি কীভাবে ঘুরে দাঁড়াচ্ছেন, তা নিয়েও কম কটাক্ষের মুখে পড়তে হচ্ছে না তাঁকে। তবে শেহনাজ সাফ জানাতে পিছু পা হয়নি, যে তিনি এই প্রসঙ্গে বিন্দু মাত্র আলোচনা করতে রাজি নন। কারণ সিদ্ধার্থ বরাবরই চেয়েছিলেন শেহনাজ কেরিয়ারে ভাল কিছু করুক। তাঁর মুখের হাসি লেগে থাকুত।
View this post on Instagram
কিন্তু কোথাও গিয়ে যেন সেই বাস্তবটাই এবার মেনে নিতে নারাজ নেট দুনিয়া। আর সেই কারণেই কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সত্যি তাঁর সঙ্গে সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক কতটা গভীর, তা একমাত্র তিনিই জানেন, আর ঠিক সেই কারণেই এর ব্যখ্যা অন্যকাউকে দিতে নারাজ শেহনাজ গিল। বারে বারে সেই কথাই স্পষ্ট করেছেন তিনি। আর তিনি যে তাঁর কেরিয়ার তৈরিতে এবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তা নিয়ে কোনও দ্বিমত নেই। অন্তত পক্ষে তাঁর ফোটোশুটে সামনে আসা ছবি তেমনই ইঙ্গিত দেয়।
আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড
আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা