AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কৃষ্ণের সাজে এই খুদে এখন এক অভিনেতা, চিনতে পারছেন?

Kunal Kemmu: চেনা চেনা লাগছে? এই অভিনেতা মূলত বলিউডে কাজ করেন। ওঁর স্ত্রী রয়্যাল পরিবারের কন্যা। এই অভিনেতার নিজেরও কন্যা সন্তান রয়েছে। এ বার হয়তো এর পরিচয় বুঝতে পারবেন।

কৃষ্ণের সাজে এই খুদে এখন এক অভিনেতা, চিনতে পারছেন?
চিনতে পারছেন?
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 1:35 PM
Share

বাঁশি হাতে হাসি মুখে দাঁড়িয়ে খুদে। না! ক্যামেরায় চোখ নয়। বরং ক্যামেরার ওপারে থাকা অন্য কারও দিকে তাকিয়ে হাসছে সে। জন্মাষ্টমী উপলক্ষ্যেই কয়েক বছর আগে এমন ভাবে সেজেছিল সে। এই খুদে এখন এক অভিনেতা, চিনতে পারছেন?

আজ জন্মাষ্টমী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার এই ছবিটি শেয়ার করেছেন এই অভিনেতা। প্রতি বছর জন্মাষ্টমী তাঁকে নাকি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, জন্মাষ্টমী পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। একজনের উপর আর একজন উঠে পিরামিড তৈরি করে মাখনের হাঁড়ি ভাঙা হত। এই ছবিটা আমাকে সে সব দিনের কথা মনে করিয়ে দেয়। কৃষ্ণের আশীর্বাদে যাতে জীবনের সব বাধা কেটে যায়, আমি সেই কামনা করব।

এ বার কি চেনা চেনা লাগছে? এই অভিনেতা মূলত বলিউডে কাজ করেন। ওঁর স্ত্রী রয়্যাল পরিবারের কন্যা। এই অভিনেতার নিজেরও কন্যা সন্তান রয়েছে। এ বার হয়তো এর পরিচয় বুঝতে পারবেন।

ইনি কুণাল খেমু। ছোটবেলার এই ছবিটি শেয়ার করে অনুরাগীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর এই ছবি দেখে শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

View this post on Instagram

A post shared by Kunal Kemmu (@kunalkemmu)

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণ দুধ, ঘি, দই এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্যের প্রতি তাঁর চিরন্তন ভালবাসার জন্য পরিচিত, তাই এই উপলক্ষে পঞ্চামৃত তৈরি করে উত্‍সর্গের চেয়ে অন্য কিছু ভাবা যায় না।

পঞ্চামৃত হল একটি পবিত্র পানীয় যা পাঁচটি উপাদান দিয়ে তৈরি করা হয়। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত সাধারণত মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয়। এই পঞ্চামৃত দিয়েই ভগবানের স্নান অভিষেক করা হয়ে থাকে। পঞ্চামৃত প্রথমে দেবতাদের দেওয়া হয় এবং তারপর প্রসাদ হিসাবে মানুষের মধ্যে বিতরণ করা হয়। মহাভারতের মতে, সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উপাদানের মধ্যে পঞ্চামৃত অন্যতম।

পঞ্চামৃত শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত- ‘পঞ্চ’, যার অর্থ পাঁচ এবং ‘অমৃত’, যার অর্থ অমরত্বের অমৃত। এই কারণেই পঞ্চামৃতকে ঈশ্বরের পানীয়’ বলে। পঞ্চামৃত তৈরিতে ব্যবহৃত পাঁচটি উপাদানই তাদের অনন্য গুরুত্ব বহন করে। দুধ বিশুদ্ধতা এবং ধার্মিকতার প্রতিনিধিত্ব করে, অন্যদিকে ঘি শক্তি এবং বিজয়ের জন্য। মধু মৌমাছি দ্বারা উত্পাদিত হয়,তাই এটি উত্সর্গ এবং একতার জন্য এবং চিনি মাধুর্য এবং পরমানন্দ,ও দই সমৃদ্ধি নির্দেশ করে।

জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী একটি খাবার হল পঞ্জিরি। এই খাবার উত্তরপ্রদেশ, বিহার ও পাঞ্জাব এলাকায় জনপ্রিয়। ধনের বীজ গুঁড়ো, চিনি গুঁড়ো, দেশি ঘি, কাজু বাদাম, বাদাম, পেস্তা এবং কিশমিশ দিয়ে তৈরি করা হয় পঞ্জিরি।

সমগ্র ভারতেই জনপ্রিয় ক্ষীর বা পায়েস। বিভিন্ন রাজ্যে ভিন্ন নাম ডাকা হয় এই মিষ্টিকে। তবে স্বাদের কোনও তুলনা হয় না। দুধ, শুকনো ফল, চাল, সাবুদানা বা মাখনা দিয়ে তৈরি হয় ক্ষীর বা পায়েস। স্বাদের জন্য যোগ করা হয় এলাচ ও জাফরান। ভগবান শ্রী কৃষ্ণকে অর্পিত করা ‘ছাপ্পান ভোগে’ এই মিষ্টি সবার প্রথমে রয়েছে।

আরও পড়ুন, মন্দিরবাড়িতে পুজোর পরিবেশে বড় হয়েছি, নিজের মতো করে জন্মাষ্টমী করলাম: প্রমিতা