Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন্দিরবাড়িতে পুজোর পরিবেশে বড় হয়েছি, নিজের মতো করে জন্মাষ্টমী করলাম: প্রমিতা

Promita Chakrabartty: শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণ দুধ, ঘি, দই এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্যের প্রতি তাঁর চিরন্তন ভালবাসার জন্য পরিচিত, তাই এই উপলক্ষে পঞ্চামৃত তৈরি করে উত্‍সর্গের চেয়ে অন্য কিছু ভাবা যায় না।

মন্দিরবাড়িতে পুজোর পরিবেশে বড় হয়েছি, নিজের মতো করে জন্মাষ্টমী করলাম: প্রমিতা
প্রমিতা চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 1:04 PM

জন্মাষ্টমী অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর কাছে একটি বিশেষ দিন। ছোট থেকেই বাড়িতে পুজো-অর্চনার পরিমন্ডলে বড় হয়েছেন। আধ্যাত্মিক পরিবেশ তাই তাঁর কাছে নতুন কিছু নয়। তবে এই বিশেষ দিনে নিজের ফ্ল্যাটে পুজোর ব্যবস্থা করেছিলেন তিনি।

আজ ছুটির দিন নয়। শুটিংয়ে যাওয়ার তাড়া ছিল সকাল থেকেই। কিন্তু তার আগে গতকাল রাতে বাড়িতে ছোট করে হলেও গোপাল পুজোর ব্যবস্থা করেছিলেন তিনি। নিজের ফ্ল্যাটে নিত্য পুজোর ব্যবস্থা করেন অভিনেত্রী। বিশেষ বিশেষ দিনে আলাদা করে সেলিব্রেট করাও তাঁর পছন্দের।

এ প্রসঙ্গে প্রমিতা TV9 বাংলাকে বলেন, “গতকাল রাতে আমাদের পুজো হয়েছে। আমি মন্দিরবাড়িতে বড় হয়েছি। ছোট থেকেই পুজোর পরিবেশ দেখেছি। তাই এখন নিজের মতো করে চেষ্টা করি। আর রুদ্রও আমাকে দেখে পুজোর আয়োজন করে আমার সঙ্গে।”

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণ দুধ, ঘি, দই এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্যের প্রতি তাঁর চিরন্তন ভালবাসার জন্য পরিচিত, তাই এই উপলক্ষে পঞ্চামৃত তৈরি করে উত্‍সর্গের চেয়ে অন্য কিছু ভাবা যায় না।

পঞ্চামৃত হল একটি পবিত্র পানীয় যা পাঁচটি উপাদান দিয়ে তৈরি করা হয়। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত সাধারণত মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয়। এই পঞ্চামৃত দিয়েই ভগবানের স্নান অভিষেক করা হয়ে থাকে। পঞ্চামৃত প্রথমে দেবতাদের দেওয়া হয় এবং তারপর প্রসাদ হিসাবে মানুষের মধ্যে বিতরণ করা হয়। মহাভারতের মতে, সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উপাদানের মধ্যে পঞ্চামৃত অন্যতম।

পঞ্চামৃত শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত- ‘পঞ্চ’, যার অর্থ পাঁচ এবং ‘অমৃত’, যার অর্থ অমরত্বের অমৃত। এই কারণেই পঞ্চামৃতকে ঈশ্বরের পানীয়’ বলে। পঞ্চামৃত তৈরিতে ব্যবহৃত পাঁচটি উপাদানই তাদের অনন্য গুরুত্ব বহন করে। দুধ বিশুদ্ধতা এবং ধার্মিকতার প্রতিনিধিত্ব করে, অন্যদিকে ঘি শক্তি এবং বিজয়ের জন্য। মধু মৌমাছি দ্বারা উত্পাদিত হয়,তাই এটি উত্সর্গ এবং একতার জন্য এবং চিনি মাধুর্য এবং পরমানন্দ,ও দই সমৃদ্ধি নির্দেশ করে।

অন্যদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করেছেন প্রমিতা। তারপর এই ধারাবাহিকে অন্নদা চরিত্রের মাধ্যমেই ফের কামব্যাক করেন। সে সময় প্রমিতা বলেছিলেন, “অন্নদা রাসমণির নাতবৌ। তাঁর এক মেয়ে পদ্ম তাঁর কাছে থাকলেও জামাই থাকতেন না। তাঁদের সন্তান গণেশ, অর্থাৎ রাসমণির নাতি রাসমণির কাছে বড় হয়নি। নবদ্বীপে গিয়ে সেই নাতির সঙ্গে দেখা হয় তাঁর। সে সময় নবদ্বীপে সমস্ত মেয়েকে কৃষ্ণের সঙ্গে কণ্ঠীবদল করে দেবদাসী তৈরি করে দেওয়া হত। রাসমণি অন্নদার ক্ষেত্রে বাধা দেন। পরে ঘটনাচক্রে তাঁর নাতির সঙ্গে বিয়ে দেন। অন্নদার আলাদা গল্প আছে। স্ট্রাগল আছে। চরিত্রটা ভাল লেগেছে, সে জন্যই রাজি হয়েছি।”

ভালবেসে কাজ করেন প্রমিতা। তার পারফরম্যান্স দেখে তা বোঝা যায়। ইতিমধ্যেই এই ধারাবাহিকে ‘অন্নদা’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা, আশীর্বাদ পেয়েছেন তিনি। অনস্ক্রিনের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে অফস্ক্রিনেও যে তাঁর দারুণ সম্পর্ক, তা প্রমিতার সোশ্যাল ওয়ালে চোখ রাখলেই বোঝা যায়। পাশাপাশি এই মুহূর্তে ‘জীবনসাথী’ ধারাবাহিকে রুদ্রজিতের অভিনয় দেখছেন দর্শক।

আরও পড়ুন, নিরাপত্তারক্ষীকে এক কোটি টাকা পারিশ্রমিক দেন অনুষ্কা শর্মা!