Cinema Hall: ‘কীভাবে চলবে সংসার…’, সিনেমা হল খোলার আর্জি নিয়ে সিসোদিয়ার সঙ্গে সাক্ষাৎ হলমালিকদের
করোনার দুই ঢেউয়েই বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল। একের পর এক সিঙ্গল স্ক্রিনে পড়েছে তালা। হলমালিকদের ক্ষতি তো হয়েছেই, একই সঙ্গে টিকিট বিক্রেতা থেকে হলে চা বিক্রি করতে আসা দোকানিও নিঃস্ব হয়ে গিয়েছেন।
বছর শেষেই করোনা (COVID-19) থেকে মুক্তি মিলবে বলে আশা করা হয়েছিল, কিন্তু ঘটল ঠিক উল্টোটাই। ওমিক্রন(Omicron)-র দাপটে বছর শেষে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রাজধানী দিল্লি(Delhi)-তেও তরতরিয়ে বাড়ছে ওমিক্রন ও করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩১৩। জারি হয়েছে হলুদ সতর্কতা। বন্ধ করা হয়েছে সিনাম হল-মাল্টিপ্লেক্স। কিন্তু পেট? সিনেমা হল বন্ধ থাকলে তা কী করে চলবে? এই প্রশ্ন নিয়েই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন MAI ওরফে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াত অধীনে থাকা হল মালিকেরা।
করোনার দুই ঢেউয়েই বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল। একের পর এক সিঙ্গল স্ক্রিনে পড়েছে তালা। হলমালিকদের ক্ষতি তো হয়েছেই, একই সঙ্গে টিকিট বিক্রেতা থেকে হলে চা বিক্রি করতে আসা দোকানিও নিঃস্ব হয়ে গিয়েছেন। সব দিক মাথায় রেখেই তাই হল মালিকদের আর্জি সিনেমা হল যেন আবার খুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ওই সংগঠনের অন্যতম নেতা ও একই সঙ্গে পিভিআর সিনেমা হলের চেয়ারপার্সন সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই মুহূর্তে যদি সব সংখ্যক আসন নিয়ে সিনেমা হল খোলা রাখা সম্ভব নাও হয়, সে ক্ষেত্রেও যদি অন্য কোনও ব্যবস্থাও নেওয়া হয় তাহলে অনেক পরিবার বেঁচে যায়। তাঁর কথায়, “এই কঠিন সময়ে সরকার যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু সিনেমা হল বন্ধ করে দেওয়ার পরিবর্তে যদি ৫০ শতাংশ দর্শকাসন অথবা ভ্যাকসিনের দুটি ডোজ থাকতেই হবে— এই নিয়ম কার্যকরী করে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয় তবে ভীষণ উপকার হয়।”
দিল্লির উপমুখ্যমন্ত্রী যদিও আশ্বাস দিয়েছেন, এই বিষয়ে তিনি বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে তুলে ধরে কিছু একটি সুরাহা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। প্রসঙ্গত, বিগত ৭ মাস বাদে এই প্রথম দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করল। গতকাল ১৩১৩ জন আক্রান্তের খোঁজ মেলায় রাজ্যে সংক্রমণের হার বেডে দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশে। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, একদিনেই দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ২৬ মে দিল্লিতে ১৪৯১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। সেই সময় দৈনিক মৃত্যুর সংখ্যা ১৩০ হলেও, গতকাল নতুন করে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি।
আরও পড়ুন- Tollywood Serial TRP: বর্ষশেষে ‘স্টার’ চমক, টিআরপিতে জ্বলজ্বল ‘গাঁটছড়া’, ঘাড়ে নিঃশ্বাস জি-এর!