Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantanu Moitra: বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই, শান্তনু মৈত্রর মায়ের নৃত্য এখন নেটপাড়ায় ভাইরাল

Dance at 80: যে রবীন্দ্রসঙ্গীতে মঞ্জুদেবী নৃত্য পরিবেশন করলেন, সেটি 'ভালবেসে সখী'।

Shantanu Moitra: বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই, শান্তনু মৈত্রর মায়ের নৃত্য এখন নেটপাড়ায় ভাইরাল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 8:58 PM

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সেজে এক বৃদ্ধা রবীন্দ্রসঙ্গীতে নৃত্য পরিবেশন করছেন একঘর দর্শকের সামনে। সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ রয়েছে মহিলার বয়সের। তিনি ৮০ ছুঁইছুঁই। অসম্ভব এনার্জি তাঁর। তিনি রত্ন গর্ভাও। কারণ তিনি যাঁর জননী, সেই ব্যক্তি এখন ভারত বিখ্যাত। তিনি সঙ্গীত জগতের এক স্তম্ভ। পুত্রের নাম শান্তনু মৈত্র। এবং তাঁর প্রতিভাময়ী মা মঞ্জু মৈত্র। শান্তনু নিজেই মায়ের সুন্দর নাচের ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং লিখেছেন একটি আবেগঘন নোট। শান্তনু লিখেছেন, “আমার মা মঞ্জু মৈত্র রবীন্দ্রসঙ্গীতের উপর নৃত্য় পরিবেশন করছেন। তাঁর বয়স প্রায় ৮০। কিন্তু বয়স তো কেবলই একটি সংখ্যা মাত্র। আগামীদিনে তিনি আরও বেশি অল্প বয়সি হয়ে উঠুন, সেই কামনাই করি।”

যে রবীন্দ্রসঙ্গীতে মঞ্জুদেবী নৃত্য পরিবেশন করলেন, সেটি ‘ভালবেসে সখী’। ভিডিয়োটি নেটপাড়ায় ভাইরাল। প্রায় ৮০-র বৃদ্ধার এত সুন্দর নাচ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। অনেকে বাহবা দিয়েছেন তাঁকে ও শান্তনুকে। লিখেছেন, “শান্তনু মৈত্র আমাদের প্রজন্মের অনুপ্রেরণা। কিন্তু তাঁর মা দেখছি আরও বড় অনুপ্রেরণা। তাঁর হাসি, তাঁর ভাবভঙ্গী অসামান্য।”

মায়ের জন্মদিনে এই ভিডিয়ো পোস্ট করেছেন শান্তনু। একজন লিখেছেন, “জন্মের অনেক শুভেচ্ছা জেঠিমা। ঈশ্বর আপনার সহায় থাকুন। আপনি সুস্থ থাকুন। ভালবাসায় থাকুন। শান্তনু মৈত্র ঈশ্বর আপনার মঙ্গল করুন।”

হিন্দি ছবির জগতে অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছেন শান্তনু মৈত্র। ‘পরিণীতা’, ‘হাজারো খোয়াইশে অ্যাইসি’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়েটস’-এর মতো ছবিতে সঙ্গীত নির্মাণ করেছেন শান্তনু। লখনউয়ে জন্ম হয়েছে তাঁর। বাবা ছিলেন বাঙালি সঙ্গীত পরিবারের সদস্য। অনেক অল্প বয়সে বাবা-মায়ের হাত ধরে দিল্লিতে চলে এসেছিলেন শান্তনু। সেখানেই শিক্ষা অর্জন এবং সেখানেই সঙ্গীত জগতে পদার্পণ।