Prabhas: বার্সেলোনায় চিকিৎসা চলছে সুপারস্টার প্রভাসের, কী হয়েছে তাঁর?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 20, 2022 | 9:01 AM

Prabhas: প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পাওয়া প্রভাসের ছবি রাধেশ্যাম বক্স অফিসে সে ভাবে দাগ কাটতে পারেনি। হাই বাজেট ও ছবি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

Prabhas: বার্সেলোনায় চিকিৎসা চলছে সুপারস্টার প্রভাসের, কী হয়েছে তাঁর?
বার্সেলোনায় চিকিৎসা চলছে সুপারস্টার প্রভাসের

Follow Us

অসুস্থ সুপারস্টার প্রভাস। স্পেনের বার্সেলোনায় ছুটি কাটাতে নয়, বরং চিকিৎসার জন্যই এই মুহূর্তে রয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি অস্ত্রোপচারও করতে হয়েছে তাঁর। আপাতত তিনি রয়েছেন সম্পূর্ণ বিশ্রামে। কী হয়েছে অভিনেতার যে একেবারে স্পেনে ছুটে যেতে হল তাঁকে?

সূত্র জানাচ্ছে, কিছু মাস আগে তাঁর পরবর্তী ছবি ‘সালার’-এর শুট করতে গিয়ে চোট পান প্রভাস। কিন্তু ব্যস্ততার জন্য সময় বের করে অস্ত্রোপচার করতে পারেননি তিনি। এরই মধ্যে এগিয়ে আসে ‘রাধেশ্যাম’ মুক্তির তারিখও। সব মিলিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। রাধেশ্যাম মুক্তি পেয়ে গিয়েছে। তাঁর হাতেও সময় রয়েছে মোটামুটি। আর এই সময়কেই কাজে লাগিয়ে আপাতত বার্সাতে প্রভাস। অস্ত্রোপচার সামান্যই, তবে চিকিৎসক তাঁকে থাকতে বলেছেন সম্পূর্ণ বিশ্রামে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পাওয়া প্রভাসের ছবি রাধেশ্যাম বক্স অফিসে সে ভাবে দাগ কাটতে পারেনি। হাই বাজেট ও ছবি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। মিলেছে নেগেটিভ রিভিউও। এরই মধ্যে প্রভাসের আচমকাই বিদেশ যাওয়ার অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো পাপারাজ্জির সম্মুখীন না হওয়ার জন্যই তড়িঘড়ি বিদেশ যাচ্ছেন।

তবে না, সে রকম কিছু না। অবশেষে প্রকাশ্যে এল আসল কারণ। জানা গেল দ্রুত সুস্থ হতেই তাঁর এই বিদেশ পাড়ি। প্রভাস ভক্তরা খবরে খানিক হলেও চিন্তিত। দ্রুত তাঁদের প্রিয় নায়ক সুস্থ হয়ে বাড়ী ফিরুক, এমনটাই চাইছেন তাঁরা।

আরও পড়ুন:  আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন অনুষ্কা, আট বছর আগে দেখা স্বপ্নের ইতি?

Next Article