Sandhya Mukhopadhyay Death: দাঁড়িয়ে ছিলেন ধ্রুবকের মতো, তিনি ছিলেন এক অনন্য প্রতিষ্ঠান: রূপম ইসলাম

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 15, 2022 | 11:57 PM

ভরা লকডাউনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের তরফে ফোন এসেছিল রূপম ইসলামের কাছে। হয়েছিল গল্প। সেই অজানা গল্পের ঝুলি উজাড় করলেন রূপম, শুনল টিভিনাইন বাংলা।

Sandhya Mukhopadhyay Death: দাঁড়িয়ে ছিলেন ধ্রুবকের মতো, তিনি ছিলেন এক অনন্য প্রতিষ্ঠান: রূপম ইসলাম
গ্রাফিক- অভিজিৎ বিশ্বাস।

Follow Us

বাংলা সঙ্গীত জগতে সন্ধ্যা মুখোপাধ্যায় কোন জায়গায় রয়েছেন তা আমি নির্ধারণ করার কে?

তবে আমার বাল্যজীবনের পুরোটাই সন্ধ্যা মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়কে জুড়েই। শনিবারের সন্ধ্যায় বাংলা সিনেমা দেখানো হত। উত্তম-সুচিত্রার ছবি ছিল সে সময়ের স্টেপল ফুড। তা দেখানো হত বারেবারেই। সেই ছবির কণ্ঠ হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ে বারেবারেই আসতেন। কখনও কখনও মান্না দে, আবার কখনও কখনও শ্যামল মিত্র। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় যেন দাঁড়িয়ে ছিলেন ধ্রুবকের মতো। আরতি মুখোপাধ্যায়ও গেয়েছেন, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন এক অন্য প্রতিষ্ঠান। তাঁর এমন এক নিজস্বতা ছিল যা অন্য কারও সঙ্গে তাঁর কণ্ঠকে গুলিয়ে দিতে দিত না। একবারেই স্বতন্ত্র গলা ও একেবারেই স্বতন্ত্র এক গায়কী। বাল্যজীবনে এমন ভাবেই তাঁকে দেখেছি।

এ তো গেল বাল্যজীবন। আমার কাছাকাছি তাঁকে দেখেছি একটি প্রতিষ্ঠানের সুবাদে। রাজ্য সঙ্গীত অ্যাকাদেমির আমি একজন সভ্য আর সন্ধ্যাদি ছিলেন তাঁর নির্দেশিকা। তাঁর পাশেই আসনগ্রহণ করতে পেরেছি, তিনি আমাকে সস্নেহে ডেকে নিয়েছেন, এ তো আমার চরম পাওয়া। গত বছর লকডাউনের সময় তিনি আমাকে যে ফোন করেছিলেন এ কথা হয়তো অনেকেই জেনে থাকবেন। ফেসবুকে এ নিয়ে বিস্তারিত আমি লিখেও ছিলাম।

কিন্তু যা লিখিনি বা লেখা হয়নি তা আজ বলছি, একজন মাইলস্টোন ব্যক্তি আমাকে ফোন করছেন, আমার গান শুনতে চাইছেন এবং নিজে গান শোনাচ্ছেন, এখানেই শেষ নয়, কোন গান শুনতে হবে সে নির্দেশিকাও পর্যন্ত দিয়ে দিচ্ছেন… এরকম আলাপচারিতা করছেন যা একেবারেই বিরল ব্যাপার।

তিনি আমার ডিজিটাল শো দেখেছিলেন, শো দেখে তাঁর সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছিল আমার। কেমন লেগেছে জানতে আমি যেই ফোন করেছিলাম, উনি বলেছিলেন, “আমি এই মাত্রই তোমাকে হোয়াটসঅ্যাপ করতে যাচ্ছিলাম, ভালই হল তুমি ফোন করলে…”। আমাকে আরও বলেছিলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে গান তৈরি হয়েছিল সেই গান আমি গেয়েছিলাম। তুমি কি শুনবে?” তিনি সন্ধান দিলেন আমি সেই গান শুনলাম। গান শুনে বেশ কিছু প্রশ্নও করেছিলাম। ইচ্ছে ছিল বড়সড় সাক্ষাৎকার নেওয়ার। আমি মনে মনে তৈরি হচ্ছিলাম কোভিডের সময়টা কেটে গেলে ভেবেছিলাম গিয়ে প্রশ্ন করব, কিন্তু সেই সুযোগটা আর হল না।

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Obituary: তীর বেঁধা পাখি আর গাইবে না গান

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Death: চলে গেলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গীতজগৎ আজ ‘মাতৃহারা’

আরও পড়ুুন: Sandhya Mukhopadhyay Death: অপূরণীয় ক্ষতি, সন্ধ্যার প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Death: ‘অপূরণীয় ক্ষতি, অগ্রজাকে হারালাম’, সন্ধ্যার প্রয়াণে শোকবিহ্বল মমতা