Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shruti Hassan: শ্রুতির পিছনে রহস্যময় ব্যক্তির ধাওয়া, ভয়ে কাঠ নায়িকা!

Shruti Hassan: চেনেন না জানেন না, এমন কোনও ব্যক্তি যদি আপনার পিছু নেন, ভয় পাওয়া স্বাভাবিক, সে আপনি তারকাই হন, অথবা আমআদমি। অনুরূপ এক ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে।

Shruti Hassan: শ্রুতির পিছনে রহস্যময় ব্যক্তির ধাওয়া, ভয়ে কাঠ নায়িকা!
শ্রুতির পিছনে রহস্যময় ব্যক্তির ধাওয়া, ভয়ে কাঠ নায়িকা!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 8:30 PM

চেনেন না জানেন না, এমন কোনও ব্যক্তি যদি আপনার পিছু নেন, ভয় পাওয়া স্বাভাবিক, সে আপনি তারকাই হন, অথবা আমআদমি। অনুরূপ এক ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে হাজির হয়েছিলেন শ্রুতি। তাঁকে ঘিরে ছিল পাপারাৎজি। শ্রুতি হাসি মুখেই সবাইকে পোজও দিচ্ছিলেন। আচমকাই দেখা যায়, কালো চশমা পরা এক ব্যক্তি পিছু নিতে থাকেন তাঁরা। প্রথমটায় বুঝতে পারেননি অভিনেত্রী। কিছুটা আন্দাজ পেতেই হকচকিয়ে যেতে দেখা যায় তাঁকে। বারংবার পাপারাৎজিদের জিজ্ঞাসা করতে থাকেন, ‘ইনি কে?” তাঁর গাড়ির খোঁজ করতেও দেখা যায় তাঁকে। কী উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির, তা অবশ্য পরিস্কার হয়, খানিক পরে। শ্রুতি যেই গাড়িতে উঠতে যাবেন ওমনি ওই ব্যক্তি তাঁকে ছবি তোলার জন্য অনুরোধ জানান। শ্রুতি অবশ্য না করে দেন। পরিস্কার জানান, “আমি জানি না আপনি কে?”

ভক্তদের বাড়াবাড়ির ঘটনা তারকাদের ক্ষেত্রে নতুন নয়। অতীতে এরকম উদাহরণ আছে প্রচুর। তবে শ্রুতির এই ভিডিয়ো ছড়িয়ে পড়া মাত্রই নেটদুনিয়ায় হয়েছে চরম নিন্দে। প্রসঙ্গত, শ্রুতিকে আগামীতে দেখা যাবে ‘সালার পার্ট ১’-এ। ছবিতে রয়েছেন প্রভাস। প্রভাস ছাড়াও ওই ছবিতে দেখা যাবে, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডিসহ অন্যান্যদের। ছবিটি তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।