Ukraine War On Movie Shooting: সিনে-দুনিয়ায় বড় ধ্বস, প্যারিস নামমাত্র, বাজেট বাঁচাতে শুটের সেরা ঠিকানাই ছিল ইউক্রেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 12, 2022 | 2:00 PM

Indian Film Crisis: ইউক্রেনের যুদ্ধের ছবি ভারতীয় ছবির জন্য এক বড় ধাক্কা, সস্তার শুটিং লোকেশন আজ রণক্ষেত্র।

Ukraine War On Movie Shooting: সিনে-দুনিয়ায় বড় ধ্বস, প্যারিস নামমাত্র, বাজেট বাঁচাতে শুটের সেরা ঠিকানাই ছিল ইউক্রেন

Follow Us

যে কোনও ক্ষেত্রই হোক না কেন, যুদ্ধের ফল কোনও দিন ভালো হতে পারে না। তার প্রভাব সুদুর প্রসারি, একের পর দিন চলে যাচ্ছে, তবুও ধ্বংসলীলায় মেতে ওঠা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দাপটে নেই কোনও বিরাম, নেই বিশ্রাম। গোটা বিশ্বে এর কি প্রভাব পড়তে তা নিয়ে নিত্য চুল চেরা বিশ্লেষণ সর্বত্র, আর ইউক্রেনের ছবি! মুহূর্তে তা যেন শ্মশানে পরিণত হয়েছে। কেবলই হাহাকার, সুন্দর, সাজানো স্বপ্নপূরী আজ কেবলই মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, একের পর এক খবরে শিউরে উঠছে গোটা বিশ্বের মানুষ, এর শেষ কোথায়!

নেই সে প্রশ্নের উত্তর, তবে পছন্দের শহর ইউক্রেনের এই ছবি দেখে যে পরিচালক তথা প্রযোজকদের মাথায় হাত পড়তে পারে, তা হয়তো অনেকেই ভাবেননি। গত তিন দশক ধরে ভারতের চলচ্চিত্র ঝড়ের গতীতে পাল্টে ফেলেছে সম্পূর্ণ আঙ্গিকে উপস্থাপনা, মুক্ত অর্থনীতিতে ভারত যবে থেকে নাম লিখিয়েছে, ঠিক তবে থেকেই বিনোদন জগতেও এসেছে জোয়ার, দিনে দিনে বেড়েছে আয়, বেড়েছে ব্যয়ের ঝুঁকিও। আর বর্তমানে বিদেশ সফরে গিয়ে শুটিং যেন জল-ভাত।

তবে তার সঙ্গে ইউক্রেনের কি সম্পর্ক! এই গোপন রহস্যে লুকিয়ে রয়েছে সিনে দুনিয়ার ব্যালন্সসিট। কীভাবে! পর্দায় দেখানো হচ্ছে ফ্রান্স, শুটিং-এর চাহিদা প্যারিস, কিন্তু এই জায়গায় থেকে দীর্ঘদিন শ্যুটিং চালিয়ে যাওয়া বেজায় খরচ সাপেক্ষ্য, আর ঠিক সেই কারণে প্রাইম কিছু লোকেশনে শ্যুটিং করে নিয়ে বাকি অধিকাংশ শুট সিডিউল করা হয়ে থাকত ইউক্রেনে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ, অথচ খরচ অন্যান্য জায়গার তুলনায় বেশ কম। ইউরোপের ভিউ-ও মিলত পারফেক্ট, আর এই একই সমীকরণে আরআরআর, ৯৯ সং, দেভ, উইনার, স্পেশ্যাল ওপস প্রভৃতির শুট করা হয়েছে।

প্রযোজক, পরিচালকদের এই পছন্দের ডেস্টিনেশনই বর্তমানে পাল্টে গিয়েছে দুঃস্বপ্নের রাতে। যার ফলে ভারতীয় ছবির বিদেশ সফরে শুটিং ঠিকানা এবার এক ধাক্কায় কাটছাঁটে, নচেত ছবির ব্যয় বহন করা এক প্রকার দুঃসাধ্য বিষয়।

আরও পড়ুন: Siddhant Chaturvedi: সিদ্ধান্ত কি ‘বিশ্বাসঘাতক’, তা হলে সমুদ্র সৈকতে এটা কী করলেন লুঙ্গি পরে?

আরও পড়ুন: Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?

আরও পড়ুন: Bengali Serial-Bengali Audience: “দর্শকের ভাল লাগেনি বলে গল্প পাল্টেছি, এরকম কোনওদিনও করিনি”, সাফ জানালেন লীনা গঙ্গোপাধ্যায়

Next Article