Good News: রুক্মিনীর সঙ্গে বিদেশে গিয়ে সুখবর দিলেন দেব, খুশিতে ভাসছেন ভক্তরা
Dev-Rukmini: কর্ম ব্যস্ততার মাঝেই খানিক ছুটিতে জুটি। শনিবার রাতেই শহর ছেড়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। তবে কেবল ছবি নয়, এবার সঙ্গে দিলেন এক সুখবর। কী ভাবছেন? কবে জুটির একসঙ্গে পথচলা শুরু হবে?

দেব ও রুক্মিনী মৈত্র। টলিপাড়ার মিষ্টি জুটি। যাঁদের নিয়ে প্রতিটা পদে দর্শক মনে কৌতুহলের পারদ থাকে তুঙ্গে। কখনও সামনে উঠে আসতে দেখা যায় জুটির নানা খুনসুটি মিষ্টি মুহূর্ত, কখনও আবার চর্চিত তাঁদের পর্দার রোম্যান্স। দেবের হাত ধরেই সিনেদুনিয়ায় পা রাখা রুক্মিনীর। বর্তমানে তাঁরা দুজনেই রাজত্ব করছেন টলিপাড়ায়। একের পর এক হিট ছবি তাঁদের দখলে। আর সেই কর্ম ব্যস্ততার মাঝেই খানিক ছুটিতে জুটি। শনিবার রাতেই শহর ছেড়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। তবে কেবল ছবি নয়, এবার সঙ্গে দিলেন এক সুখবর। কী ভাবছেন? কবে জুটির একসঙ্গে পথচলা শুরু হবে? একেবারেই নয়। ব্যক্তিজীবন নিয়ে মুখ খুললেন না তাঁরা। বরং দিলেন খাদান ছবির টিজার মুক্তি পেতে চলেছে ১৪ অগাস্ট। অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই চমক দিলেন দেব।
View this post on Instagram
বর্তমানে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন বিশেষ বন্ধুর সঙ্গে। একে অন্যের ফোটোগ্রাফার। একের পর এক সুন্দর ফ্রেমে ছবি তুলে নিজ নিজ প্রফাইলে শেয়ার করছেন। যদিও তাঁরা একে অন্যের ছবি কখনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন না, যদি না সেটা কোনও ছবির প্রচার কিংবা প্রমোশন হয়।
View this post on Instagram
বর্তমানে খাদান ছবি নিয়ে ব্যস্ত দেব। ছবিতে তিনি ছাড়াও থাকছেন যিশু সেনগুপ্ত। ছবির প্রথম লুক ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। পুজোর বাজার কাঁপাতে উপস্থিত থাকবেন দেব। অন্যদিকে রুক্মিনীও বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত। তবে এখন সেই কাজ থেকে বেশ কিছুটা বিরতি। একান্তে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পালা।
