AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রানির হুমকি, ভয়ে মাকে মিথ্যে বলতে বাধ্য হন করণ!

তা হলে কী হতে পারত, তা অবশ্য জানাননি করণ। তবে বন্ধুর থেকে এই ধমক খেয়ে অসম্ভব ‘হাইপার’ (উত্তেজিত) হয়ে গিয়েছিলেন করণ। উত্তেজনায় কাঁদতে শুরু করেছিলেন তিনি। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন চলাকালীন করণ বলেছিলেন...

রানির হুমকি, ভয়ে মাকে মিথ্যে বলতে বাধ্য হন করণ!
| Edited By: | Updated on: Oct 30, 2025 | 8:12 PM
Share

ইন্ডাস্ট্রিতে করণ জোহরের বরাবরের প্রিয় বন্ধুর নাম আদিত্য চোপড়া। আবার তিনি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের স্বামী। করণ রানি এবং কাজলেরও খুব কাছের মানুষ। কিন্তু প্রিয় বন্ধু করণকে রীতিমতো ধমকে রাখেন আদিত্য। তেমনটাই জানা গিয়েছিল এক সাক্ষাৎকারে। ‘কফি উইথ করণ’ সিজন ৮-এর সেই এপিসোডে অতিথি হিসেবে এসেছিলেন রানি মুখোপাধ্যায়। সেখানেই আলোচনার মাধ্যমে উঠে এসেছিল এমন তথ্য।

২০১৪ সালের এপ্রিল মাসে ছিল প্রযোজক আদিত্য চোপড়া এবং রানি মুখোপাধ্যায়ের বিয়ে হয়। সেই বিয়েতে সর্বসাকুল্যে অতিথি সংখ্যা ছিল মোটে ১৮ জন। আমন্ত্রণ পেয়েছিলেন করণ জোহার স্বয়ং। তারপর করণকে রীতিমত ধমক দিয়েছিলেন আদিত্য। কিন্তু কেন?

রানির সঙ্গে তাঁর বিয়েকে গোপন রাখতে চেয়েছিলেন আদিত্য। একেবারেই চাননি কাকপক্ষীতেও জানুক সেই বিয়ের খবর। করণকে আমন্ত্রণ জানানোর পর করণ জানিয়েছিলেন, যদি আমন্ত্রিতদের মধ্যে কেউ তাঁদের বিয়ের খবর বাইরে বের করেন, তা হলে তিনি করণ ছাড়া কেউ নয়। বলেছিলেন, “আমার বিয়ে হচ্ছে। সেই বিয়েতে আমন্ত্রিত মোটে ১৮ জন। যদি কথা বাইরে যায়, তা হলে সেটা তোমার মারফতই যাবে। বিয়েতে যাঁরা আমন্ত্রিত রয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র তুমিই মুখ খুলবে। আমি জানি। আমি যদি দেখি আমার বিয়ের কথা কোনও খবরের কাগজে বেরিয়েছে, তাহলে কিন্তু…”

তা হলে কী হতে পারত, তা অবশ্য জানাননি করণ। তবে বন্ধুর থেকে এই ধমক খেয়ে অসম্ভব ‘হাইপার’ (উত্তেজিত) হয়ে গিয়েছিলেন করণ। উত্তেজনায় কাঁদতে শুরু করেছিলেন তিনি। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন চলাকালীন করণ বলেছিলেন, “তুমি আমার মাকেও তোমাদের বিয়ের কথা বলিনি। মাকে মিথ্যে বলতে হয়েছিল। সে সময় আমার একটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। ২০১৪ সালের এপ্রিল মাসে রিলিজ ছিল ‘টু স্টেটস’-এর। সেই ছবির মুক্তি ছেড়ে সকলকে বলেছিলাম ম্যানচেস্টারে একটি ইভেন্টে যাচ্ছি আমি। তখন সকলে আমায় বলেছিল, মুক্তির সময় তুমি ম্যানচেস্টার যাচ্ছ কেন? আমি ঠিক বলেছিলাম আমাকে যেতেই হবে।”

এখানেই শেষ নয়, করণ আরও জানান, প্রতিবছর দীপাবলীর দিন আদিত্য চোপড়ার করণকে তাঁর দীপাবলীর পার্টিতে আমন্ত্রণ জানান। তখনও করণকে ধমক দেন আদিত্য়। বলেন, দীপাবলীর কোনও ছবি যেন সোশ্যাল মিডিয়া না ছাড়েন কারণ।