মুসৌরিতে এখন দিনযাপন ভিক্টরের, জানেন একটা সময় পকেটমানির জন্যে কী করেছিলেন?
দেশি বিদেশি বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। তাঁর অভিনীত 'লাঠি' ছবি আজও বাংলা সিনেজগতে অন্যতম। এবার পরিচালক নন্দিতা-শিবপ্রসাদ জুটির সঙ্গে কাজ করে তিনি আপ্লুত। তিনি মনে করেন, অনেক কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেও তিনি মনে করেন, যেকোন পরিচালকের তাঁর নিজের কাজের প্রতি সততা থাকা দরকার।

বাংলা , হিন্দি থেকে হলিউডের নামকরা পরিচালকের সঙ্গে কাজ করেছেন অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায়। বাংলার বহু হিট ছবি তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের। তবে এখন তিনি মুসৌরি পাহাড়ে নিভৃতে দিন যাপন করেন। তবে বহু বছর পর তিনি বাংলা ছবি ‘রক্তবীজ’-এ অভিনয় করেছিলেন। এখন সেই ছবির সিক্যুয়েল ‘রক্তবীজ ২’ মুক্তির অপেক্ষায়। সেই কারণেই তাঁর নিজের শহর কলকাতায় আসা। TV9 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তাঁর ছোট বেলার স্মৃতিতে ফিরলেন। তিনি বললেন, “অনেক ছোট তখন কলেজে পড়ি, হাত খরচের জন্য টাকা দরকার, তাই অল ইন্ডিয়া রেডিওতে কাজ নিলাম পকেট মানির জন্য। সেই সময় ওয়েষ্টার্ন ক্লাসিকাল মিউজিকের অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে আমি ডিস্ক জকি হিসেবে কাজ করেছি”।
দেশি বিদেশি বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। তাঁর অভিনীত ‘লাঠি’ ছবি আজও বাংলা সিনেজগতে অন্যতম। এবার পরিচালক নন্দিতা-শিবপ্রসাদ জুটির সঙ্গে কাজ করে তিনি আপ্লুত। তিনি মনে করেন, অনেক কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেও তিনি মনে করেন, যেকোন পরিচালকের তাঁর নিজের কাজের প্রতি সততা থাকা দরকার। যা তিনি এই পরিচালক জুটির মধ্যে দেখেছেন।
