Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandipta Sen: পুজোয় কী প্ল্যান সন্দীপ্তার?

Sandipta Sen: পুজোয় কী প্ল্যান সন্দীপ্তার?

TV9 Bangla Digital

| Edited By: উত্‍সা হাজরা

Updated on: Oct 07, 2021 | 7:34 PM

তাঁর হাসি, তাঁর চোখ অনেকেরই আকর্ষনের কারণ। জানেন কি এই পুজোয় কী প্ল্যান সন্দীপ্তার? কীভাবে কাটাবেন এই চারটে দিন।

পিতৃপক্ষের শেষ। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। পুজোর গন্ধে ম ম চারিদিক। ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। মা আসছে। ছোট থেকে বড় চারিদিকে এখন শুধুই চলছে প্ল্যানিং। মধ্যবিত্ত বাঙালি থেকে সেলিব্রিটি। প্ল্যানিং থেকে বাদ নেই কেউই। প্রতিদিন ধারাবাহিকে তাঁকে সারদা চরিত্রে দেখেন দর্শকরা। তিনি সন্দীপ্তা সেন। তাঁর হাসি, তাঁর চোখ অনেকেরই আকর্ষনের কারণ। জানেন কি এই পুজোয় কী প্ল্যান সন্দীপ্তার? কীভাবে কাটাবেন এই চারটে দিন। ছোটবেলার পুজোগুলিই বা কীভাবে কাটাতেন অভিনেত্রী? পুজোয় কোনও দিন প্রেম করেছেন নায়িকা? TV9 বাংলায় একান্ত সাক্ষাৎকারে অকপট ধরা দিলেন অভিনেত্রী।