ফেডারেশনের নিয়মাবলীর জন্য বাংলা ছবির মান পড়ছে: ইন্দ্রনীল রায়চৌধুরী
কীভাবে ফেডারেশনের নিয়মাবলী বাংলা ছবির ক্ষতি করছে, এবার তা নিয়ে মুখ খুললেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। TV9 বাংলাকে তিনি বললেন...

টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে পরিচালকদের একাংশের আইনি লড়াইয়ে সম্প্রতি রায় দিয়েছে আদালত। কীভাবে ফেডারেশনের নিয়মাবলী বাংলা ছবির ক্ষতি করছে, এবার তা নিয়ে মুখ খুললেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। TV9 বাংলাকে তিনি বললেন, ‘‘ফেডারেশনের নিয়মাবলীর ফলে যেমন বহু ইনডিপেনডেন্ট ফিল্মমেকারদের কাজের সময়ে নিয়ম মানতে বাধ্য করা হয়, তেমনই বাইরে থেকে আসা বিভিন্ন প্রযোজক বা কলকাতার প্রযোজকদের প্রচুর চাপের মধ্যে পড়তে হয়। সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে, এই নিয়মাবলীর জন্য বাজেটের যে বৃদ্ধি ঘটেছে তাতে বাংলা ছবির শুটিংয়ের দিন কমেছে। এতে ক্ষতির মুখে যেমন পড়েছেন টেকনিশিয়ানরা, তেমনই বাংলা ছবির মান প্রবলভাবে নেমে গিয়েছে। আগে বাংলা ছবির শুটিং হতো ২৫ বা ২০ দিনে। এখন শুটিং হচ্ছে ১২ বা ১৪ দিনে। এর সঙ্গে বাংলা ছবির মানের সরাসরি যোগ রয়েছে। পরিচালকদের কোনও উপায় থাকে না কারণ, ফেডারেশনের নিয়মাবলীর ফলে বাজেট বাড়ার কারণে এত অল্প দিনেই শেষ করতে হচ্ছে ছবি। এতে মান পড়ছে, বাজার খারাপ হচ্ছে। অবশ্যই বিনিয়োগ চলে যায়। এটা সংখ্যা দিয়ে বোঝা সম্ভব। তার কথা আদালতে এবং বাইরে আমরা বহুবার বলেছি। সার্বিকভাবে দেখলেই বোঝা যায়, কাজের সংখ্যা ভীষণই কমে গিয়েছে। মুম্বই, চেন্নাই থেকে আসা শুটিং বাংলায় তলানিতে ঠেকেছে। এই সব কিছু মাথায় রেখে আমাদের ‘কোড অফ কনডাক্ট’ বিতর্কটা দেখতে হবে। ওটা এখন সম্পূর্ণ অবৈধ।”





