Monalisa: ‘ডাইনি’ হয়ে খুশি ঝুমা বৌদি, কেমন অভিজ্ঞতা হল তাঁর?
ছবির নাম 'আনকাহি দাস্তান', যা দেখা যাবে টেলিভিশনে। এর আগে নজর ধারাবাহিকেও ডাইনির চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। উচ্ছ্বসিত অভিনেত্রী।
মোনালিসা… শরীরী হিল্লোলে বছর কয়েক আগে ঝড় তুলেছিলেন তিনি। এক ওয়েবসিরিজে দেখা গিয়েছিল তাঁকে ঝুমা বৌদির ভূমিকায়। আবারও দেখা যাবে তাঁকে। তবে এবার তিনি ঝুমা বৌদি নন। তিনি ডাইনি, মায়াজলে আচ্ছন্ন করে রাখা এক মোহময়ী নারী।
ছবির নাম ‘আনকাহি দাস্তান’, যা দেখা যাবে টেলিভিশনে। এর আগে নজর ধারাবাহিকেও ডাইনির চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। উচ্ছ্বসিত অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে এই চরিত্রে অভিনয় নিয়ে তাঁর বক্তব্য, “আবারও দাইনির চরিত্রে দেখা যাবে আমাকে। তবে এই বার এক পূর্ণ দৈর্ঘ্যর ছবিতে, কোনও ধারাবাহিকে নয়। বহু দিন হয়ে গিয়েছে ডাইনির চরিত্রে অভিনয় করেছি, তাই বেশ উপভোগই করছি আমি।” এই ছবির কাজ ছাড়াও হাতে রয়েছে দুটি ওয়েব সিরিজের কাজও।
এই বছরের শুরুতে নমক ইসক কা ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। হায়দরাবাদে হচ্ছিল শুটিং। সেই কারণেই পরিবার থেকে বেশ কয়েক মাস দূরে থাকতে হয়েছিল মোনালিসাকে। পরিবারকে কাছে না পাওয়ার খামতি অবশ্য তিনি মিটিয়ে নিয়েছেন অন্যভাবে। দিন কয়েক আগেই স্বামী বিক্রমকে নিয়ে ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। সেখান থেকেই শেয়ার করেছিলেন একের পর এক ছবি। তবে এর পাশাপাশি কোভিডের দুটি ডোজও নিয়ে নিয়েছেন সময় করে।
এ বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। মোনালিসার স্বামী বিক্রান্ত জানিয়েছিলেন তিনি উপসর্গহীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি। সেই অসুস্থতা কাটিয়ে যদিও তিনি আবারও ব্যাক ইন ট্র্যাক। নিজের আসন্ন ছবি নিয়ে বেশ উত্তেজিত মোনালিসা।
আরও পড়ুন- Aryan Khan Drug Case: জামিন পেলেন না আরিয়ান, আরও ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ