যিশু-সৌরভের প্রযোজনা সংস্থা ঘিরে প্রতারণার ফাঁদ, কী পদক্ষেপ নিলেন তাঁরা
তারকাদের প্রযোজক সংস্থার নাম দিয়ে এর আগে বহুবার প্রতারণার খবর দেখা গিয়েছিল, তাই কিছুটা সাবধানতা অবলম্বনেল জন্য পোস্ট করেছেন এই দুই তারকা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসে।

সবে পথচলা শুরু করেছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যুগ্ম উদ্যোগের প্রযোজনা সংস্থা নাম ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস ‘। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে এই নাম ব্যবহার করে প্রতারণা। যিশু সেনগুপ্ত হঠাৎ করেই লক্ষ্য করেন তাঁদের প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে স্যোশাল মিডিয়ার নতুন অ্যাকাউন্ট খুলেছে কেউ। তাঁর এবং সৌরভের ছবি ব্যবহার করে। এরপরই তিনি যোগাযোগ করেন সৌরভের সঙ্গে।
তাঁরা আলোচনা করে ঠিক করেন, এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণকে জানানো প্রয়োজন। তাই তাঁরা দুজনেই নিজের স্যোশাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বলে পোস্ট করেন। এর পোস্ট দেখে সৌরভের সঙ্গে যোগাযোগ করলে, সৌরভ বলেন, একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফ্লিমস। আর অন্যদিকে ফের অ্যাকাউন্ট এ নাম ‘হোয়াই সো সিরিয়াস ফিল্ম ‘খুব সাবধানেই করা হয়েছে। তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডেল থেকে বিষয়টা পোস্ট করা।”
আসল প্রযোজক সংস্থার নাম দিয়ে এর আগে বহুবার প্রতারণার খবর দেখা গিয়েছিল, তাই কিছুটা সাবধানতা অবলম্বনেল জন্য পোস্ট করেছেন এই দুই তারকা। প্রসঙ্গত, এই প্রযোজনা সংস্থা খুব শীঘ্রই কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল, সবকিছুই প্রযোজনা করবেন।
