আইনি জটে ‘গাঙ্গুবাঈ’, আলিয়া, সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের
যদিও আলিয়া, সঞ্জয় বা হুসেনের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি।
আইনি সমস্যার মুখে সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) আগামী ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ৬০-এর দশকের কামাথিপুরা যৌনপল্লীর প্রভাবশালী মালকিনের জীবনের উপর তৈরি হচ্ছে এই ছবি। সেই মালকিনের ছেলে এবার সঞ্জয় এবং আলিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করলেন। মামলা দায়ের হয়েছে লেখক হুসেন জাইদির বিরুদ্ধেও। যাঁর লেখা বই ‘মাফিয়া কুইনস অব মুম্বই’-এর উপর ভিত্তি করে চিত্রনাট্য সাজিয়েছেন সঞ্জয়।
বাস্তবের গাঙ্গুবাঈ চার শিশুকে দত্তক নিয়েছিলেন। তাঁদেরই একজন বাবুজি রাওজি শাহ। তাঁর অভিযোগ, হুসেনের লেখা বইয়ের কিছু অংশ মানহানিকর। একই সঙ্গে কিছু জায়গায় তাঁর পালিতা মায়ের ব্যক্তিগত পরিসর, স্বাধীনতা এবং আত্মসম্মানও লঙ্ঘন করা হয়েছে। শাহ জরুরি ভিত্তিতে ছবির শুটিং বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁর আরও দাবি, বই এবং সিনেমা থেকে ওই নির্দিষ্ট অংশ বাদ দেওয়া হোক। বইটি পুনমুদ্রণ করারও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, ‘মুন্না ভাই ৩’ নিয়ে নতুন খবর দিলেন আরশাদ ওয়ারসি?
মুম্বইয়ের দেওয়ানি আদালতে এই মামলার প্রথম শুনানি হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে সঞ্জয়, আলিয়া এবং হুসেনকে জবাবদিহি করার নির্দেশ দিয়েছে আদালত। শাহ তাঁর অভিযোগে জানিয়েছেন, এই ছবির পোস্টার এবং প্রোমো মুক্তি পাওয়ার পর এলাকায় এবং পরিচিতদের মধ্যে তাঁকে হেনস্থা হতে হয়েছে। সে কারণেই তিনি আইনি পথে এগোতে চান। যদিও আলিয়া, সঞ্জয় বা হুসেনের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন, ফের মা হতে চলেছেন? প্রশ্নের উত্তরে মীরা বললেন…
লকডাউনে দীর্ঘ কয়েক মাস এই ছবির কাজ বন্ধ থাকার পর দিন কয়েক আগে ফের শুটিং শুরু করেছিলেন আলিয়া। মূলত রাতের দৃশ্য শুট করছিলেন কলাকুশলীরা। এই চরিত্রের জন্য কাথিয়াওয়াড়ি ভাষাও নাকি শিখেছেন আলিয়া। কিন্তু এত পরিশ্রমের পর আইনি জটে ছবির কাজ বন্ধ হয়ে যায় কি না, সেটাই এখন দেখার।