Ghorer Bioscope Result: ২০২৪-এ ওয়েব সিরিজের সেরা অভিনেতার পুরস্কার বিজেতা কে?

Best Serial Award: টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু'মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

Ghorer Bioscope Result: ২০২৪-এ ওয়েব সিরিজের সেরা অভিনেতার পুরস্কার বিজেতা কে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 8:15 PM

ওয়েব সিরিজে সেরা অভিনেতা

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

ওয়েব সিরিজে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন–

রঞ্জিত মল্লিক (ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান) শাশ্বত চট্টোপাধ্যায় (আবার প্রলয়) ঋত্বিক চক্রবর্তী (গোরা ২) টোটা রাট চৌধুরী (যাহা বলিব সত্য বলিব) ভাদুড়ি মশাই (পর্ণশবরীর শাপ)

ওয়েব সিরিজে সেরা অভিনেতা বিভাগে দুই বিজেতা– টোটা রায় চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায়

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।