UPI transactions: বাড়ছে অনলাইনে লেনদেন, কী বলছে তথ্য?

UPI transactions: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (NPCI) তথ্য বলছে, নভেম্বরে ইউপিআই মাধ্যমে ১৫.৪৮ বিলিয়ন বার লেনদেন হয়েছে। যা গত বছরের নভেম্বরের থেকে ৩৮ শতাংশ বেশি। সবমিলিয়ে নভেম্বরে ইউপিআই মাধ্যমে ২১.৫৫ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গতবছরের নভেম্বরের থেকে ২৪ শতাংশ বেশি।

UPI transactions: বাড়ছে অনলাইনে লেনদেন, কী বলছে তথ্য?
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Dec 02, 2024 | 7:48 PM

নয়াদিল্লি: বাজারে গিয়েছেন। কেনাকাটা হয়ে গিয়েছে। হঠাৎ কোনও কিছু পছন্দ হল। কিন্তু, মানিব্যাগ খুলে দেখলেন, টাকা নেই। পছন্দ হলেও জিনিসটা কেনা হল না। কয়েক বছর আগেও এই অভিজ্ঞতা হত অনেকের। কিন্তু, সময় বদলেছে। প্রযুক্তির অগ্রগতিতে এখন মানিব্যাগে টাকা না থাকলেও চিন্তা নেই। মোবাইলে অনলাইনে পেমেন্ট করে দিতে পারেন। তথ্য বলছে, অনলাইনে লেনদেন ক্রমশ বাড়ছে।

গত অক্টোবরে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (UPI) মাধ্যমে লেনদেন সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল। ২০১৬ সালে ইউপিআই মাধ্যমে লেনদেন শুরু হয়। গত অক্টোবরে ইউপিআই মাধ্যমে ১৬.৫৮ বিলিয়ন বার লেনদেন হয়েছে। সবমিলিয়ে ২৩.৫ লাখ কোটি টাকা লেনদেন হয়। অক্টোবরের তুলনায় নভেম্বরে ইউপিআই মাধ্যমে লেনদেন কমলেও গতবছরের এই সময়ের থেকে তা অনেকটাই বেড়েছে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (NPCI) তথ্য বলছে, নভেম্বরে ইউপিআই মাধ্যমে ১৫.৪৮ বিলিয়ন বার লেনদেন হয়েছে। যা গত বছরের নভেম্বরের থেকে ৩৮ শতাংশ বেশি। সবমিলিয়ে নভেম্বরে ইউপিআই মাধ্যমে ২১.৫৫ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গতবছরের নভেম্বরের থেকে ২৪ শতাংশ বেশি। নভেম্বরে প্রতিদিন ৫১৬ মিলিয়ন বার লেনদেন হয়েছে। প্রতিদিন ৭১ হাজার ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছে।

এনপিসিআই-র তথ্য বলছে, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের (IMPS)মাধ্যমে নভেম্বরে লেনদেন হয়েছে ৫.৫৮ লক্ষ কোটি টাকা। অক্টোবরে FASTag লেনদেন হয়েছিল ৩৪৫ মিলিয়ন বার। সেটাই নভেম্বরে হয়েছে ৩৫৯ মিলিয়ন বার। আধার এনাবেলড পেমেন্ট সিস্টেমে (AePS) ৯২ মিলিয়ন বার লেনদেন হয়েছে। এই একমাসে মোট ২৩ হাজার ৮৪৪ কোটি টাকা AePS মাধ্যমে লেনদেন হয়েছে।

কেন্দ্র বলছে, ইউপিআই আর্থিক লেনদেনকে শুধু দ্রুত, সুরক্ষিত করেনি। এটা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদহীন অর্থনীতির দিকে নিয়ে গিয়েছে। আর্থিক বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে কেন্দ্রের উদ্যোগকে আরও মজবুত করেছে।