মা হলেন ‘গোপী বহু’, ছেলে না মেয়ে হল দেবলীনার?
বছর শেষে সুখবর। মা হলেন হিন্দি সিরিয়ালের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তাঁকে 'গোপী বহু' বলেই চেনেন সবাই। কয়েক বছর আগে জিম ইনস্ট্রাক্টর শেহনাওয়াজ শেখকে বিয়ে করেন দেবলীনা। বিয়ের কিছু দিন পরেই সুখবর শোনান অভিনেত্রী। নায়িকার ছেলে হল না মেয়ে?

বছর শেষে সুখবর। মা হলেন হিন্দি সিরিয়ালের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তাঁকে ‘গোপী বহু’ বলেই চেনেন সবাই। কয়েক বছর আগে জিম ইনস্ট্রাক্টর শেহনাওয়াজ শেখকে বিয়ে করেন দেবলীনা। বিয়ের কিছু দিন পরেই সুখবর শোনান অভিনেত্রী। নায়িকার ছেলে হল না মেয়ে? তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জানা গিয়েছে পুত্র সন্তানের মা হয়েছেন দেবলীনা। ১৮ ডিসেম্বর বুধবার ছেলের মা হয়েছেন অভিনেত্রী। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকলকে এই সুখবর জানান নায়িকা।
ইনস্টাগ্রামে দেবলীনা লেখেন, “সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিয়ে খুব ভাল লাগছে। ১৮ ডিসেম্বর আমাদের ছেলে হয়েছে।” একটা ডিজিটাল কার্ড পোস্ট করেছেন তিনি। সেটাতে রয়েছে বেবি কটের ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে তিনটে হাত। ক্যাপশনে লিখেছেন, “আমাদের ছোট্ট বেবি বয় অ্যাঞ্জেল এই বিশ্বকে হ্যালো বলছে…।” নায়িকার পোস্ট ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।
View this post on Instagram
উল্লেখ্য, জিম ট্রেনারকে বিয়ে করা নিয়ে কম বিতর্ক হয়নি। মুসলিম ট্রেনারকে বিয়ে করা নিয়ে বিস্তর কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। তাঁদের বিয়ে আসলে ‘লাভ জিহাদ’, এমনটাও শুনতে হয়েছিল। যদিও কারও কোনও কথাতেই গুরুত্ব দেননি অভিনেত্রী। চলতি বছরের ১৫ অগস্ট সকলকে সুখবরটি শোনান তিনি। শাহনাওয়াজকে বিয়ে করলেও ধর্ম পরিবর্তন করেননি দেবলীনা। এমনকি তাঁর বাড়ির রীতি মেনে ‘পঞ্চামৃত’ অনুষ্ঠানও হয়েছিল। সেই ছবি দিয়েই সন্তান আসার সুখবর শোনান অভিনেত্রী।





