India’s Pharmaceutical Market: রোগেই পকেট ফাঁকা! খরচ বাঁচাতে ‘রোগকেই’ মাধ্যম করুন আয়ের…
India's Pharmaceutical Market: ২০২৩-২০২৪ অর্থবর্ষের মধ্যে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, ওষুধ তৈরি করেই নাকি ৫০ বিলিয়ন ডলারের বাজার তৈরি করে ফেলেছে ভারতীয় ওষুধ নির্মাণকারী সংস্থাগুলি। এমনকী, অঙ্কের নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে ভারতের ওষুধ নির্মাণকারী শিল্প। এই ৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারের মধ্যে ২৩.৫ বিলিয়ন ডলারের ওষুধ এই সংস্থাগুলি দেশের মধ্যে বিক্রি করে থাকে ও ২৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের ওষুধ পাঠানো হয় বিশ্বের অন্যান্য দেশে। এই থেকে কার্যত স্পষ্ট বিগত কয়েক বছরে ভারতে ওষুধে চাহিদা বৃদ্ধির জেরে বেশ ভাল পরিমাণ মুনাফা তৈরি করেছে একাধিক নির্মাণকারী সংস্থা।
নয়াদিল্লি: আমাদের দৈনিক জীবনযাপনে কোথায় সব থেকে বেশি খরচ হয়? রোগ নাকি ভোগ? বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাবে, বর্তমান সময়ে প্রতিটি সাধারণ পরিবারেই ভোগের থেকে খরচ টানছে রোগ। অস্বাস্থ্যকর জীবনযাপন, রোগ-ব্যাধির বৃদ্ধি সব কিছুই এই অবস্থা এনেছে ফেলেছে মানুষকে। তবে এর মধ্যে লাভবান একটি শিল্প।
২০২৩-২০২৪ অর্থবর্ষের মধ্যে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, ওষুধ তৈরি করেই নাকি ৫০ বিলিয়ন ডলারের বাজার তৈরি করে ফেলেছে ভারতীয় ওষুধ নির্মাণকারী সংস্থাগুলি। এমনকী, অঙ্কের নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে ভারতের ওষুধ নির্মাণকারী শিল্প। এই ৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারের মধ্যে ২৩.৫ বিলিয়ন ডলারের ওষুধ এই সংস্থাগুলি দেশের মধ্যে বিক্রি করে থাকে ও ২৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের ওষুধ পাঠানো হয় বিশ্বের অন্যান্য দেশে। এই থেকে কার্যত স্পষ্ট বিগত কয়েক বছরে ভারতে ওষুধে চাহিদা বৃদ্ধির জেরে বেশ ভাল পরিমাণ মুনাফা তৈরি করেছে একাধিক নির্মাণকারী সংস্থা।
২০২২-এর অগস্ট থেকে ২০২৩-এর জুলাই মাস পর্যন্ত চালানো একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে, গোটা দেশের মধ্যে চিকিৎসার পিছনে পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে মানুষের মাথাপিছু খরচ সব থেকে বেশি। আর গ্রামাঞ্চলের নিরিখে চিকিৎসা ও ওষুধে সবচেয়ে খরচ বেশি কেরলে।
বিনিয়োগের দিক থেকে ভাবতে গেলে ফার্মা স্টকের গুরুত্ব শেয়ার বাজারেও অনেকটা বেশি। ফলত, আগামী দিনে একাধিক ফার্মা স্টকের দামে বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে, বলেই মত ওয়াকিবহাল মহলের। গত অগস্ট মাসেই ৬.৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল নিফটি ফার্মা ইনডেক্স।